প্রথম সপ্তাহের চ্যালেঞ্জ: গ্রাফিক ডিজাইন
তোমাকে একটা পোস্টার বানাতে হবে। এই পোস্টারে দুই ধরণের কথা লেখা থাকতে পারে। এক, তুমি তোমার স্মার্টফোন/মোবাইল দিয়ে কী কী কাজ করো, বা কী কী জিনিস শিখার চেষ্টা করো যেগুলা তোমার স্কিল ডেভেলপ করতে হেল্প করছে। তোমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে।
অথবা তোমার পোস্টারে থাকতে পারে- স্মার্টফোন ব্যবহার করে কিভাবে তুমি আলতু ফালতু কাজে সময় নষ্ট করো। বা কিভাবে স্মার্টফোনে সময় নষ্ট করা উচিত না। বা বেশি স্মার্টফোন উইজ করার ক্ষতি। এই রকম কিছু একটা হলেই হবে।
এই দুইটার যেকোন একটা টপিক ঠিক রেখে তুমি তোমার ইচ্ছামতো কথা, ছবি বা লেখা দিতে পারো। তোমার ইচ্ছামতো যেকোন সাইজের পোস্টার বানাতে পারবে। আর কোন সাইজের বানাবে সেটা বুঝতে না পারলে ১২৮০ পিক্সেল বাই ৭২০ পিক্সেলের বানাও ।
বানানো হয়ে গেলে ফেব্রুয়ারির ২০ তারিখ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে তোমার পোস্টার ফেইসবুকে পাবলিক পোস্ট করে দাও । দেয়ার সময় অবশ্যই #i_use_smartphone_smartly হ্যাশ ট্যাগ ব্যবহার করবে। এই নিদৃস্ট হ্যাশট্যাগ ব্যবহার না করলে বা পাবলিক পোস্ট না হলে পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
গ্রাফিক ডিজাইন তোমার শখ/ইচ্ছা হলে তো কোন কথাই নাই। এইটা দিয়েই শুরু। আর গ্রাফিক ডিজাইনে তোমার আগ্রহ না থাকলেও তোমাকে বানাতে হবে। কারণ জীবনে অনেক সময় অনেক কিছু করতে হয় জেতার জন্য তুমি প্রস্তুত থাকবে না।
তুমি যদি ফটোশপ শিখতে চাও, তাহলে ফটোশপ দিয়ে বানাবে।তুমি যদি ইলাসট্রেটর শিখতে চাও, ইলাসট্রেটর দিয়ে বানাবে। কার্টুন শিখতে চাইলে, কার্টুন দিয়ে বানাবে। আর কিছু না পারলে একটা সাদা কাগজে কিছু একটা লিখে দিবে। তারপরেও চেষ্টা করবে। কিছু একটা বানাবে। যারা যারা চেষ্টা করবে তাদের মধ্য থেকে ১ জনকে এক হাজার টাকার বই আর দশজনকে রান্ডমভাবে সিলেক্ট করে বই উপহার দেয়া হবে
যদি যদি গ্রাফিক ডিজাইন (ফটোশপ বা illustrator) শিখতে চাও তাহলে এই লিঙ্কে চলে যাও
প্রথম সপ্তাহের বিজয়ীদের দেখতে এই লিংকে চলে যাও
দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ এইখানে
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]