One Step each week
প্রতি সপ্তাহে একটা কিছু শিখার, ট্রাই করার চ্যালেঞ্জ দিবো। সেটা দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে। ভালো হোক খারাপ হোক, সেটা নিয়ে আমি কেয়ার করি না। আমি কেয়ার করি তুমি একটা কিছু বানাইছো। চেষ্টা করছো।
প্রতিসপ্তাহে একজন সেরা নির্বাচন করা হবে। তাকে ১০০০ হাজার টাকার বই পুরস্কার দেয়া হবে। আর এ ছাড়া প্রতি সপ্তাহে রান্ডমভাবে ১০ জন পাবে একটা বই উপহার। যারা কিছু একটা করার চেষ্টা করবে তাদের থেকেই বাছাই করা হবে।
যদি ফেব্রুয়ারির ১৪ তারিখ (ইয়েস ভালোবাসা দিবসের মধ্যে ৩০০জন রেজিস্ট্রেশন করে তাহলে এই প্রতিযোগিতা হবে। )
রেজিস্ট্রেশন করার শেষ সময়, ভালোবাসা দিবস রাত ১১.৫৯। ১৫ তারিখের মধ্যে ইমেইল করে প্রথম সপ্তাহের চ্যালেঞ্জ জানিয়ে দেয়া হবে।
প্রত্যেক সপ্তাহে তুমি যে জিনিসটা শিখবে সেটা #boost_up_your_skill_challenge ট্যাগ লিখে তোমার ফেইসবুকে পোষ্ট দিয়ে দিবে। বিস্তারিত ইমেইলে জানিয়ে দেয়া হবে।
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো
রেজিস্ট্রেশন করার সময় শেষ। তবে তুমি চাইলে নিজে নিজে নিচের চ্যালেঞ্জগুলো নিতে পারো
প্রথম সপ্তাহের বিজয়ীদের দেখতে এই লিংকে চলে যাও
দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের দেখতে এই লিংকে চলে যাও
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]