দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ: ইংরেজি শিখা (রাইটিং, স্পিকিং)

One Step each week

Boost up your skill Challenge

দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ: ইংরেজি শিখা (রাইটিং, স্পিকিং)

ইংরেজি শিখতে গেলে তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক, তোমার ইংরেজি যতটাই ভয়াবহ হোক না কেন, সেটা নিয়ে লুকিয়ে থাকলে, লজ্জা পেলে তুমি কোনদিনও ইংরেজি শিখতে পারবে না। দুই, দুই-চার দিন বা এক সপ্তাহে ইংরেজি শিখে ফেলতে পারবে না। একটা লম্বা সময় ধরে  প্রাকটিসের উপরে থাকতে হবে তোমাকে। ইংরেজি শিখাটা তোমার লাইফস্টাইলের অংশ করে নিতে হবে। তাহলে এক সময় নিজের অজান্তেই ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

Boost up your skill challenge এর দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ হচ্ছে ইংরেজি শেখা। বিশেষ করে ইংরেজি বলতে পারা এবং লিখতে পারা।  এই জন্য তোমাকে তিনটা কাজ করতে হবে।

এই সপ্তাহে তোমাকে দুইটা কাজ করতে হবে।

এক, কমপক্ষে ১০০ শব্দ দিয়ে ইংরেজিতে চারটা প্যারাগ্রাফ লিখতে হবে। যার প্রথম প্যারাগ্রাফে থাকবে-তোমার পরিচয়। অর্থাৎ তুমি কে, কী করো, কোথায় থাকো, এইসব নিয়ে বর্ননা। আর দ্বিতীয় প্যারাগ্রাফে থাকবে- তোমার স্বপ্ন।  অর্থাৎ তুমি জীবনে কী হতে চাও। কী অর্জন করতে চাও। আজ থেকে দশ বছর পরে, বিশ বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও। তৃতীয় প্যারারাফে থাকবে এই সপ্তাহে ইংরেজি শেখার জন্য তুমি কী কী করেছো। চতুর্থ প্যারাগ্রাফে থাকবে- সামনের সপ্তাহগুলোতে, সামনের মাসগুলোতে তুমি নিয়মিত কোন কাজগুলো করবে সেগুলা সম্পকে বিস্তারটি।

চারটা প্যারাগ্রাফে সব মিলিয়ে কমপক্ষে ১০০ শব্দ লিখতে হবে। তারপর চারটা প্যারাগ্রাফ এক সাথে ফেইসবুকে একটা পাবলিক পোষ্ট দিয়ে দিতে হবে এই হ্যাশট্যাগ সহ #i_know_how_to_improve_my_english

তোমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে- উপরের যে চারটা টপিক নিয়ে চারটা প্যারাগ্রাফ লিখছো, সেই চারটা টপিক নিয়ে ইংরেজিতে বলতে শুরু করো। এবং সেটা মোবাইলে অডিও বা ভিডিও রেকর্ড করো। দেখে দেখে পড়বা না। বরং চোখ বন্ধ করে যা যা মনে আসে বলতে থাকো।  সেটার উচ্চারণ ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা সেটা নিয়ে চিন্তা না করে বলতে থাকো। তারপর রেকডিং শুনে ভালো না লাগলে আবার রেকডিং করো। এইভাবে কয়েকবার করতে থাকলে একটু একটু করে তোমার জড়তা কেটে যাবে।

চাইলে তুমি তোমার অডিও বা ভিডিও ফেইসবুকে #i_know_how_to_improve_my_english হ্যাশট্যাগ লিখে পোস্ট দিয়ে দিতে পারো। তবে এইটা অপশনাল। না করলে সমস্যা নাই। করলে তুমি দুইবার পুরস্কারের জন্য বিবেচিত হবে।



সামনের দিনগুলোতে কিভাবে ইংরেজি শিখার কাজটা চালিয়ে যাবে সেটার উপর ভিত্তি করে তিনজনকে আর রেন্ডমভাবে সাতজনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। রেন্ডমভাবে যাদের সিলেক্ট করা হবে তাদের শুধু চেষ্টা করেছে এবং নিজের জড়তা আর লজ্জা কাটিয়ে সে যতটুকু পারে সেটা সবার সামনে প্রকাশ করেছে সেটার জন্যই সে পুরস্কারের জন্য বিবেচিত হবে।

এই কাজটা শেষ করে ফেইসবুকে পোস্ট দেয়ার শেষ সময় ফেব্রুয়ারির ২৮ তারিখ রাত ১১.৫৯ মিনিট।

মোবাইল দিয়েই ইংরেজি শিখো।

ইংরেজি শিখার কিছু টিপস দেয়া আছে এই লিঙ্কে

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী

প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলো শিখার পরে নেক্সট লেভেলে এ যেতে। একটা কমপ্লিট একটা গাইডলাইন পেতে। প্রোগ্রামিংয়ের ইন্টারিভিউতে যে কোম্পানি যে এঙ্গেল থেকেই প্রশ্ন করুক না কেনো, সেটার যাতে উত্তর দিতে পারার মতো করে প্রস্তুত করে নিতে। সেটা ছোট, মাঝারি এমনকি গুগল, মাইক্রোসফট, ফেইসবুকের মতো বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে। বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]