প্রথম সপ্তাহের বিজয়ী

One Step each week

Boost up your skill Challenge

প্রথম সপ্তাহের বিজয়ী

প্রথম সপ্তাহের Boost up your skill challenge এর প্রধান পুরস্কার হচ্ছে- তোমাকে দিয়ে চিন্তা করানো। তোমাকে দিয়ে চেষ্টা করানো। প্রথম ধাপটা দেখানো। তোমাকে দিয়ে উপলব্ধি করানো যে তুমি আসলে কীভাবে কতটুকু সময় নষ্ট করো স্মার্টফোনে।

এর পরে রেন্ডমভাবে দশজনকে সিলেক্ট করা হয়েছে দশটা 'রিচার্জ your ডাউন ব্যাটারি' বই পুরস্কার দেয়ার জন্য। যেহেতু কে কে চেষ্টা করেছে সেটাকে গুরুত্ব দেয়া হয়েছে। তাই কার পোস্টার কতটুকু ভালো হয়েছে, কতটুকু খারাপ হয়েছে সেটা মূল্যায়ন করা হয়নি। সবাইকে সমানভাবে যোগ্য মনে করে লটারির মাধ্যমে দশজন ভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

১. মাহমুদুল হাসান
২. Zunnoon Wyatt
৩. Redwan Ahmed Red Wan
৪. Robiul Hoque
৫. Sabbir Hossan
৬. এহ্তেশাম আরমান
৭. SA Hasan
৮. Md Sohal Hossan
৯. Shiuly Islam
১০. Aan Srabon

উপরের সবাই একটা করে 'রিচার্জ your ডাউন ব্যাটারি' বই পাবে।

আর আদর্শ প্রকাশনীর পক্ষ থেকে এক হাজার টাকার বই বিজয়ী (রেন্ডমভাবে সিলেক্ট করে): AH Tushär

বিজয়ীদেরকে ১ ঘন্টার মধ্যে ফেইসবুকে মেসেজ দিয়ে একটা স্পেশাল কোড এবং বই কিভাবে সংগ্রহ করার উপায় জানিয়ে দেয়া হবে।

কিভাবে লটারি করা হলো? 
ধাপ-১: #i_use_smartphone_smartly লিখে ফেইসবুকে সার্চ দিয়ে See All বাটনে ক্লিক করে সবগুলা ওপেন করেছি। স্ক্রল করে করে খেয়াল করতে হবে কেউ যাতে বাদ না যায়। একদম সবগুলা ওপেন করেছি। তারপর ctrl+F দিয়ে #i_use_smartphone_smartly সার্চ দিলাম। সার্চ এর ছোট বক্সের ডানপাশে (গুগল ক্রোম) দেখা যায় মোট কতগুলা সার্চ রেজাল্ট পাওয়ায় গেল।

ধাপ-২: গুগলে গিয়ে সার্চ দিলাম random number। রেন্ডম নাম্বার তৈরি করার একটা উপায় দিয়ে দিলো। সেখানে min এবং max দেয়া যায়। ফেইসবুকে যতগুলা পোস্ট দেয়া হয়েছে সেটাকে max নম্বরের জায়গায় দিলাম। দশবার generate বাটনে চাপ দিলাম। দশটা সংখ্যা কাগজে লিখে (৫১, ১, ৪৩, ৬৫, ২০, ৪৪, ৯১, ১১, ৯০, ৫) রাখলাম। লাস্ট আরেকটা সংখ্যা যোগ করে দিলাম যে হবে লাকি উইনার (২৭)।

ধাপ-৩: আমি যে সিরিয়ালে ছবিগুলো খুললাম (তুমি খুললেও সেই একই সিরিয়ালে নাও খুলতে পারে) সেই সিরিয়াল অনুসারে প্রথম ধাপে যেখানে সার্চ রেজাল্ট অনুসারে যে যে সিরিয়াল পজিশনে আছে তাকে খুঁজে বের করা হয়েছে। 
(শুধুমাত্র যারা ফেইসবুকে হ্যাশট্যাগ দিয়ে পাবলিক পোস্ট দিয়েছে তাদেরকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।)

এই একটা বই জেতা বা না জেতা তোমার লাইফকে চেইঞ্জ করে দিবে না। যেটা তোমার লাইফ চেইঞ্জ করবে সেটা হচ্ছে এই প্রাথমিক ধাপের পর আর কতগুলো ধাপ তুমি চেষ্টা করতেছো। আর মনে রাখবে, তোমার আসল পুরস্কার হচ্ছে তোমার পোস্টের।

আগামীকাল রাতের মধ্যে পরবর্তী চ্যালেঞ্জের বিস্তারিত ইমেইল করে জানিয়ে দেয়া হবে।

দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ নিতে এই লিঙ্কে চলে যাও


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]