দ্বিতীয় সপ্তাহের বিজয়ী

One Step each week

Boost up your skill Challenge

দ্বিতীয় সপ্তাহের বিজয়ী

ইংরেজি শিখার জন্য সিরিয়াসলি সময় দেয়া। নিজের সম্পর্কে লেখা। জড়তা কাটিয়ে সেটাকে সবার সামনে পোস্ট করা। চারটে খানে কথা না। যারা যারা এই কাজগুলা করেছো তারা অন্যদের চাইতে এগিয়ে গেছো।

তোমাদের এই এগিয়ে যাওয়ার চেষ্টাকে উৎসাহ দেয়ার জন্য সবাইকে সমানভাবে যোগ্য মনে করে লটারির মাধ্যমে নিচের লিস্টের সাতজনকে নির্বাচন করা হয়েছে। সামনের দিনগুলিতে কিভাবে ইংরেজি শিখবে সেটার উপর ভিত্তি করে তিনজনকে সিলেক্ট করা হয়েছে। আর ইংরেজি শিখার পোষ্ট দিয়েও বন্ধুদের হীন, নিচ ও নিচু মানুষিকতার বুলিংয়ের শিকার হওয়ার কারনে এক্সটা একজনকে সিলেক্ট করা হয়েছে। তাই মোট ১১জনকে 'রিচার্জ your ডাউন ব্যাটারি' বই পুরস্কার দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

১. Orun Sunny

২. Hafsha H

৩. MD Jahirul Islam Sujon

৪. Mahdee Hasan Bulbul

৫. Jahangir Alom

৬. Kazi Sadiya Irin

৭. Hasanur Rohman

৮. সাদিকুর রহমান খান

৯. Rafsan Hadi

১০. বিউটি আক্তার

১১. Rashed Proyaas

Boost up your skill Challenge এর দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদেরকে আজ রাত ১১.৫৯ এর মধ্যে ফেইসবুকে মেসেজ দিয়ে তাদের কাছ থেকে বই কুরিয়ার করার ঠিকানা সংগ্রহ করা হবে। সামনের সপ্তাহে তাদের ঠিকানায় বই পাঠিয়ে দেয়া হবে।   

এই একটা বই জেতা বা না জেতা তোমার লাইফকে চেইঞ্জ করে দিবে না। বরং এই ইংরেজি শিখার মিশন কতটা সামনের দিকে নিয়ে যেতে পারতেছো সেটার উপর নির্ভর করবে তুই ফিউচারে কতটুকু এগিয়ে যাবে।

তৃতীয় সপ্তাহের চ্যালেঞ্জ নিতে এই লিঙ্কে চলে যাও


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]