The shortest path for ফাঁকিবাজ
এইটা প্রোগ্রামিং প্রতিযোগিতা না। বরং প্রোগ্রামিং শিখার প্রতিযোগিতা। প্রোগ্রামিং শিখার কথা বলে, গড়িমসি করা পোলাপানদের জন্য।
অংশগ্রহণের যোগ্যতা: প্রোগ্রামিং শিখার ইচ্ছা ও আগ্রহ।
রেজিস্ট্রেশন করো এইখানে
ডেইলি ২-৩ ঘন্টা করে মোট ২১ দিনের স্টাডিপ্ল্যান শুরু হইছে এইখানে শিখতে থাকবে
১ম রাউন্ড: প্রোগ্রামিং কনসেপ্ট শিখা
চার ধরণের জিনিস শিখতে হবে
উপরের জিনিসগুলা শিখার পর ১০ টা প্রশ্নের উত্তর নিজের মতো করে বাংলায় লিখতে হবে। প্রশ্নগুলো মার্চের ২০ তারিখের মধ্যে ইমেইল করে পাঠিয়ে দেয়া হবে।
প্রথম রাউন্ডের প্রশ্নগুলো এইখানে। জমা দেয়ার শেষ সময়: মার্চ ৩১, ২০১৭ রাত ১২.০০ (বাংলাদেশ সময়)
২য় রাউন্ড: সফটওয়্যার বানানো
যেকোন জিনিসের উপর, তোমার পছন্দমতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেকোন একটা একটা সিম্পল অ্যাপ বানাতে হবে। যেখানে ক্লাস, অবজেক্ট, সার্চ, সর্ট, স্ট্যাক বা কিউ বা ডিকশনারি ব্যবহার করতে হবে।
কোন জিনিস দিয়ে বানাবে সেটা আইডিয়া খুঁজে না পাইলে আমি তিনটা আইডিয়া দিয়ে দিছি। তিনটা সেম্পল অ্যাপ দিছি। তারপরেও কোন কিছু খুঁজে না পাইলে, যে তিনটা উদাহরণ দিছি সেখান থেকে যেকোন একটা নিয়ে বানাবে।
তিনটা স্যাম্পল অ্যাপ এর কোড
গিটহাবে কোড রেখে সেটার লিংক এইখানে গিয়ে জমা দাও। কোন কারনে গিট্হাবে কোড রাখতে সমস্যা হলে সেটা ইমেইল করে দিবা।
অ্যাপ জমা দেয়ার শেষ সময়: এপ্রিল ২০, রাত ১২.০০ ( বাংলাদেশ সময়)
৩য় রাউন্ড: দিনব্যাপী প্রোগ্রামিং শিখার ওয়ার্কশপ
যারা প্রথম দুই রাউন্ড শেষ করবে তাদের মধ্য থেকে ৪০জনকে বাছাই করে একদিনব্যাপি প্রোগ্রামিং ওয়ার্কশপ করা হবে। ফাইনাল রাউন্ডের জন্য বিজয়ীদের নাম এইখানে
পুরস্কার:
আগ্রহ, চেষ্টার কোয়ালিটি দেখে, বিজয়ী নির্ধারণ করা হবে।
১ম পুরস্কার: ৫,০০০ টাকা
২য় পুরস্কার: ৩,০০০ টাকা
৩য় পুরস্কার: ২,০০০ টাকা
তিনজনকে পার্ট-টাইম বা ইন্টার্নের জন্য সিলেক্ট করা হবে।
কমন প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: এই প্রতিযোগিতার উদ্দেশ্য কি?
উত্তর: এইটার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দিয়ে প্রোগ্রামিং শিখিয়ে নেয়া। তোমার প্রোগ্রামিং শেখার কাজটা শুরু করিয়ে দেয়া।
প্রশ্ন: কেমন প্রতিযোগিতা এইটা?
উত্তর: এটা প্রোগ্রামিং শেখার প্রতিযোগিতা। সো, শেখার কাজটা তোমাকে করতে হবে। এবং প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিতে হবে। সাপ্তাহিক ছুটির দিন, মিনিমাম চার ঘন্টা সময় দিতে হবে। প্রাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। কোনো কিছুতে আটকে গেলে গুগলে সার্চ দিতে হবে। এই উছিলায় শিখতে পারাটা হবে তোমার অর্জন। এই ধাক্কায় এগিয়ে যাওয়াটা হবে তোমার ভবিষ্যতের পথচলা।
প্রশ্ন: কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে।
উত্তর: তোমার ইচ্ছেমতো যেকোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে
প্রশ্ন: কই থেকে শিখবো?
উত্তর: চাইলে হাবলুদের জন্য প্রোগ্রামিং ও প্রোগ্রামিংয়ের বলদ টু বস এই দুইটা বই থেকে শিখতে পারো। অথবা তোমার পছন্দের কোন বই বা ইন্টারনেট থেকে শিখতে পারো
প্রশ্ন: কিভাবে শিখবো
উত্তর: প্রতি সপ্তাহের সেলফ লার্নিং স্টাডি প্ল্যান ইমেইল করে দেয়া হবে। প্রথম সপ্তাহের প্ল্যান এইখানে পাবে।
প্রশ্ন: প্রথম রাউন্ডের প্রশ্ন কবে পাবো।
উত্তর: মার্চের ৫ তারিখের মধ্যে ইমেইল করে দেয়া হবে।
প্রশ্ন: আরো প্রশ্ন থাকলে কি করবো?
উত্তর: নিচে কমেন্ট করো। অথবা ইমেইল করো ([email protected])।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]