Review রিচার্জ your ডাউন ব্যাটারি

Reza Tanvir

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

রিভিউদাতা: Reza Tanvir

'অনেকেই অাছে যারা পুঁচকা একটা জিনিস নিয়ে তুলকালাম বাধিয়ে ফেলে।ক্ষমতার জোর খাটিয়ে বিনা কারণে বকাঝকা করে।বারবার ইনসাল্ট করে,টিটকারী করে মজা নেবে।অার তুই অসহায়ের মত হাঁ করে তাকিয়ে থেকে মন খারাপ করস।কারণ পাল্টা জবাব দিতে গেলে বা ভুল ধরাতে গেলে, তোর নিজেরই ক্ষতি।

এই সব ক্ষেত্রে,act like other,think yourself. ফর্মূলা ফলো করবি।ওদের কথা শুনবি কিন্তু মাথায় ঢুকাবিনা।গালাগালি শোনার সময়,মনে মনে তোর ফেভারিট গানের লাইন বানান করে পড়তে থাকবি।কলেজ ফ্রেন্ডদের নাম বা অন্য কিছু চিন্তা করতে থাকবি।দেখবি ওদের গালাগাল শেষ হয়ে গেলেও তোর মন খারাপ হবেনা।'

দুঃখিত, এতক্ষন পর্যন্ত যে দুটো প্যারা অাপনারা পড়েছেন সেটা অামার নিজস্ব কোনো লেখা না,ঝংকর মাহবুব ভাইয়ের রিচার্জ ইউর ডাউন ব্যাটারি বইয়ের ৭০ নম্বর পৃষ্টার দুটো অনুচ্ছেদ হবহু তুলে দিলাম।

পুরো বইটিতে লেখক ঝংকর মাহবুব যথাক্রমে মাসুম ভাই এবং অাবির নামক দুজনের সংলাপ নির্ভর কথাবার্তার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

বইয়ের পরতে পরতে লুকিয়ে অাছে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান যেখানে একজন বড় ভাই তার ছোট ভাইকে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিয়েছে। বইটিতে বলা হয়েছে,জীবনে সমস্যা থাকবেই কিন্তু সমস্যাগুলো দেখে ঘাবড়ে গেলে চলবেনা,ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।

বইটির প্রতিটি অধ্যায়ই বেশ রোমাঞ্চকর।জীবনে অাটকে গেলে জোরসে একবার ঠেলা দেয়ার জন্য যে অধ্যায়গুলে অামার ভিতরকে অারেকবার নাড়া দিয়েছে সেগুলো হচ্ছে:

'কন্ট্রোল না করলে কন্ট্রোলিত হবে'
'বেশি ছুতা ধরলে ইঞ্জিনে ধরবে জং অার ময়লা',
'জীবন ঝাক্কাস বানাতে ফলো করো ৫ স ফর্মূলা'
'মন খারাপ করা একটা মরণব্যাধি'
'হেরে গেলেও ব্যর্থ হয়না চিতা'
'কিসিম বুঝে বাইধো লাইফের ফিতা'
'অাগে পারতাম এখন হালুয়া টাইট'

বইটিতে বলা হয়েছে,শর্টকাটে কোনো কিছু অর্জন করা যায়না,অনলি পরিশ্রম ইজ রিয়েল এবং নিজেকে ইন্টারনেট,ফেসবুক ও ইউটিউবের নেশা থেকে বের করতে পারলে জীবনে সফলতা কেউ ঠেকাতে পারবেনা।

সবশেষে ভালো লেগেছে এই লাইনটি 'তোর ফ্রেন্ড,তোর সমবয়সী পোলাপানদের ভেতর থেকেই এক একটা জেমস,এক একজন অাবদুল্লাহ অাবু সায়ীদ,এক একটা প্রাণ অার এফ এল গ্রুফ হয়ে উঠবে'।

শুনেছি,বইটি ঢাকা একুশে বইমেলার বেস্ট সেলার তালিকায় স্থান পেয়েছে।যাক,বইটা কিনে লাভ হল।ধন্যবাদ ঝংকর ভাইকে গল্পের ছলে চমৎকার মোটিভেশন মূলক বইটি লেখার জন্য।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]