বুক রিভিউঃ 'রিচার্জ your ডাউন ব্যটারি'

নোমান আহমেদ অপু

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বই রিভিউঃ "রিচার্জ your ডাউন ব্যাটারি" [ আসোলে পড়ুন এক হাবলুর বই রিভিউ]

লেখকের (Jhankar Mahbub) লেখার আগে টিউটেরিয়ালের ভক্ত ছিলাম।। তারপর প্রথম বই "হাবলুদের জন্য প্রোগ্রামিং" তারপর আসলো " প্রোগ্রামিং এর বলদ টু বস" [ যদিও এখনো বলদই রয়ে গেছি ]

এইবার আসি এই বইয়ের ব্যাপারে, বইটা কোন প্রোগ্রামিং রিলেটেড বই না কিন্তু বইটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত নিজেকে রিচার্জ করার জন্য যে সুন্দর ফর্মুলা দেয়া আছে সেটা প্রয়োগ করলে বলদ থেকে বস হবেই হবে।।

গল্পের একজন নায়ক আছে, নাম- আবীর, যখন পড়তে থাকবেন তখন মনে হবে আমিই সেই আবির, আর একজন থাকে মাসুম ভাই, বড় ভাই, দিল দরিয়া ভাই,[ ঠিক তখনি মনে হবে, ভার্সিটিতেও আমার একজন দিল দরিয়া বড় ভাই ছিলো যে আমাকে সব সময় এই রকম সাহায্য করত কিন্তু আমি...... :( :( ]

ঝংকার মাহবুব ভাই সম্পর্কে জানি বিধায় বলছি বইটিকে তিনি অনেক মজার মজার কথা দিয়ে সাজিয়েছেন যাতে পাঠকের কোন বিরক্তি না আসে।। তবে আমি ১০০% গ্যরান্টি দিতে পারি উনার লেখা পড়ে কেউ বিরক্ত বোধ করবেন না।।

বইটির শেষ দিকে এক সুন্দর ছক সাথে লাইফের ব্যাটারী চার্জ করার কৌশল তুলে ধরেছেন।। আর প্রতিটি পর্বের শেষে একটা করে প্রশ্ন ও তুলে ধরেছেন, যা আসোলেই অনেক গুরুত্বপুর্ন।।

ভাইয়ার বইয়ের একতা জায়গা তুলে ধরলাম- "জীবনটা যাস্ট একটা ফুটবল মাঠ, এখানে সফল হতে চাইলে, লক্ষ্য অর্জন করতে হলে, তার অনেক প্রতিপক্ষ আসবে। ল্যাং মারবা, ধাক্কা মারবে। সরকারী সংস্থা এসে তাকে হলুদ বা লাল কার্ড দিবে। যত কিছুই হোক না কেন, তাকে তার লক্ষ্যের পেছনে ছুটতে হবে।।

বর্তমান পৃথিবীর সেরা ফুটবলারকে দেখে সবাই ভাবে- ওর ইশ্বর প্রদত্ত প্রতিভা আছে, তাই সের। সত্যিই কি তাই? খেলা দেখতে বসলে খেয়াল করলে দেখা যায় দুনিয়ার যত বড় ফুটবলার হোক না কেন প্রতি চেষ্টায় সে গোল দিতে পারে না। সেও অনেক শট নেয়, মিস করে, তার থেকেও বল কেড়ে নেয়।। তবে সফল লোকদের আসোল ম্যাজিক বা প্রতিভা চেষ্টা করা, কনস্ট্যান্ট ক্ষুধা তৈরি করার ক্ষমতা।। যতবার ব্যর্থ হয়,ক্ষুধা তত বেশী হয়।। যত বড় বিশ্বসেরা খেলোয়াড় হোক না কেনো সে রিলেক্স থাকে না ; বরং ক্ষুধা বাড়িয়ে, পরের দিন মাঠে নামে। ধাক্কা খেয়ে পড়লেও আবার উঠে গিয়ে লক্ষ্যের পেছনে ছোটে " ।।

বইয়ের রেটিং নিয়ে কিছু বলব না তবে বলব লাইফে হতাশ, ব্যর্থ তাইলে আশাহত না হয়ে বইটা পড়ে নাও।। নিজেকে নতুন করে রিচার্জ করো।। আজ থেকে আমিও নিজেকে রিচার্জ করবো।।

ধন্যবাদ।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]