Review রিচার্জ your ডাউন ব্যাটারি

Abeed Niaz

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বুক রিভিউঃ বইয়ের নামঃ "রিচার্জ Your ডাউন ব্যাটারি"

লেখকঃ Jhankar Mahbub

কি আছে বইটিতে?

বইয়ের নামটা খুবই ব্যতিক্রম। এই একই বই যদি "মনোবল ধরে রাখার কৌশল" নামে আসতো আমি কিনতাম কি না সন্দেহ আছে। বইয়ের নাম ১০০% ইউনিক।

বইটির সূচীপত্র দেখে প্রথমে ধাক্কা খেতে হবে। মুটামুটি একটা ছড়া দিয়ে ভাইয়া এটাকে দাড় করিয়েছেন, তার স্বভাব সুলভ স্টাইলে। মাসুদ ভাই, আবির, তমাল চরিত্রের মাধ্যমে তিনি তরুনদের এক এক দিন এক এক জিনিস ভালো লাগা, আত্মবিশ্বাসের ঘাটতি, হতাশার কারন, সেখান থেকে বের হয়ে আসার উপায় গুলো জানিয়েছেন। রয়েছে কিছু মোটিভেশনাল কোট।

অনেক চেনা জানা কথা, ঝংকার ভাইয়ার স্টাইলে আরো ব্যতিক্রম ও জীবন ঘনিস্ট উদাহরন দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। সবচেয়ে ভালো লেগেছে, তুই করে বইটি লেখা। এই তুই তুকারিতে মনে হয়েছে সাক্ষাত সিনিয়র ভাই সামনে দাড়ায়ে ছবক দিচ্ছে। এটা ভাইয়ার বইয়ের বেস্ট দিক।

এছাড়া ভাই কিছু প্রশ্ন করেছেন, এই প্রশ্ন গুলোর উত্তর লিখে লিখে এগোলে বইটি থেকে ভালো ফল পাওয়া সম্ভব। বইটি অনেকটা পরীক্ষার মতো। বইয়ের শেষে রয়েছে একটা আস্তো ব্যাটারির ছবি, সেখানে ভাই আবার কিছু প্যারামিটার দিয়ে সেই ব্যাটারি চার্জ দিতে বলেছেন।

বই, ব্যাটারি, চার্জ, আবার মনোবল সব কিছু মিলে মিশে অনেকটা ইঞ্জিনিয়ারিং স্টাইলে শিল্পকলা টাইপের লেখনী। বইয়ে কোন বানান ভুল আমার চোখে পড়ে নাই। যেখানে আমার দুই দুই খান বই কেবল য ফলা দূরে সরে যাওয়ার কারনে প্রিন্টিং এ গিয়ে আটকে আছে।

বইয়ের দুই একটা দিক আমার চোখে পড়েছে, সেটাও শেয়ার করা দরকার।

১। বাসে করে যখন সবাই পিকনিকে যাচ্ছিলো, তখন ভালো আলোচনা হচ্ছিলো ঠিক আছে, কিন্তু এর পর গল্পটা আবার আরেকদিক চলে গেল।

২। মাসুদ ভাই, আবির চরিত্র দুটির গল্প আরো স্ট্রং করে শেষ পর্যন্ত টানলে আরো ভালো হতো। মাসুদ ভাইকে বাইরে পাঠিয়ে দিয়ে, আবিরকে সাবির করে, তমালকে না এনে মাসুদ ভাই আর আবিরকে দিয়েই এন্ডিং টানা যেতো। (লেখকের ভিন্ন মত বা অন্য চিন্তা থাকতে পারে, আমি আমার মত দিলাম জাস্ট)

৩। বইটা বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রকাশ হওয়া দরকার। বাংলাদেশি রাইটারদের গ্লোবাল প্লাটফর্মে কাজ করা দরকার। অনেক অনেক বিদেশি রাইটারের বই আমি পড়েছি। একই কথা যে বইয়ের মাঝে কতোবার ঘুরায়ে ফিরায়ে লিখে আল্লাহ্‌ মালুম। অনেকটা What is লাউ, That is কদু টাইপের লেখা লেখে বিদেশি অনেক রাইটার।

সেই তুলনায়, এই বই খুব স্পস্ট, সহজ সরল। এরকম স্টোরি টাইপ, জীবনের সমস্যা গুলো ও সেটা সমাধানের জন্য একজন বড় ভাইয়ের দিক নির্দেশনা এটা ইংরেজি হলেও ভালো হতো।

ইন্দোনেশিয়াতে ঘুরতে গিয়ে সেখানে কোন লাইব্রেরিতে ঝংকার মাহবুব ভাইয়ের বইটা থাকতেই পারে। কোয়ালিটিই কথা বলবে, বইয়ের কন্টেন্টই বইকে এগিয়ে নিয়ে যাবে।

ওভার অল রেটিংঃ ১০/১০

বইটির গায়ের মূল্য ২০০ টাকা (বইমেলা উপলক্ষে ২৫% ছাড়)

প্রকাশকঃ আদর্শ প্রকাশনা, স্টল ৩২৬, ৩২৭

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]