পিছলা পোলপানদের লাইনে আনতে তিতা কিংবা মিষ্টি রস

Khayrul Islam

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

প্রসঙ্গঃ "রিচার্জ your ডাউন ব্যাটারি"
.

অনেক বিখ্যাত লেখকের প্রেরণা যোগান দেওয়ার মতো বই রয়েছে, তাদের বই এর সাথে আমি ঝংকার মাহবুব স্যারের বইটাকে তুলনা করছি না। তবে এক শব্দে বইটাকে নিয়ে মন্তব্য করলে বলতে হবে- "সেরা!"

হুমায়ূন আহমেদ পড়ি ছোট থেকেই, উনার বই এর প্রেমে পড়ার অন্যতম একটি কারণ- 'বইগুলো সহজ-সাবলীল ভাষায় লেখা। চরিত্র গুলার ভেতর সহজেই ঢুকে পরা যায়।'

ঠিক তেমনি ঝংকার মাহবুব স্যারের এই বইটাও অত্যন্ত সহজ ভাষায় লেখা। মনে হয় প্রত্যেকটা কথা আমাকেই বলা হচ্ছে, হাত নেড়েচেড়ে আমাকেই বুঝানো হচ্ছে।

পিছলা পোলপানদের লাইনে আনতে তিতা কিংবা মিষ্টি রস মিশিয়ে একেকটা উদাহরণ দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা উদাহরণ ফুয়েলের মতো। ঠিকঠাক মতো ফুয়েল নিতে পারলে হঠাৎ করেই জ্বলে উঠবেন। এমন জ্বলা জ্বলবেন, তাকানো যাবেনা চোখে।

ভুল গুলাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এই বইটাতে। অনেক খারাপ সিচুয়েশনে পড়ে গেলেও কিভাবে যেখান থেকে বের হয়ে আবারও স্বপ্ন পূরন করার জন্য সৈনিক হওয়া যায়; তা প্রতিটা বাক্যে মিশে আছে। কিভাবে যুদ্ধে টিকে থাকতে হবে, কিভাবে জয়ের মুকুট পরে বিজয় হাসি দিতে হবে তাও বলা হয়েছে।

পরিশ্রমের কোন বিকল্প নেই, পরিশ্রম আপনাকে করতেই হবে; নইলে চাঁদ ধরতে গিয়ে কাত হয়ে পড়ে থাকবেন।

বইটা পড়ে আমি যেভাবে উপকৃত হয়েছি বা হচ্ছি- "দৈনন্দিন জীবনের টুকটাক কিংবা বৃহৎ ভুল গুলা ধরতে পেরেছি। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে বইটার একটা পেইজে ব্যাটারির ছবি দেওয়া। সেখানে জীবনের চার্জ কতটুকু সেটা মেপে নেওয়া যায় সহজে। আমি মাপতে পেরেছি, চার্জ ফুল করার জন্য মাঠে নামবো খুব শীঘ্রই।

আমার মনে হয়- অধিক কষ্ট নিয়ে আশা ছেড়ে দিয়ে যখন ফ্লুুরে চিত হয়ে শুয়ে পড়বো, তখন বইটা আমাকে টেনে তুলবে। দুই পাতা পড়লেই কানের নিচে থাপ্পড় খাওয়ার মতো কাজ হয়ে যাবে। এমন থাপ্পড় খুব জরুরী, এমন একটা অসাধারণ বই খুবই জরুরী।
.

পিছলা পুলাপানের বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এতো কম টাকায় এমন অসাধারণ একটা বই হাতে তুলে দেওয়ার জন্য। মাসুম ভাই হয়েই বেঁচে থাকুন প্রতিটা আবিরের অন্তরে।

দেখা হবে বিজয়ে.

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]