ইমারজেন্সি POWER BANK এর মত কাজ করবে

Hannan Hossain

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

রিভিউঃ "রিচার্জ your ডাউন ব্যাটারি"
কয়েকটা রিভিউ পড়ে মনে হলো নিজের চার্জটা মেপে দেখি। দুই-তিন বার চেষ্টা করেও ২৫% কোটা পূরণ করতে পারলাম না, শুরু করলাম ডাউন ব্যাটারি রিচার্জ করা।  লেখার হাত যে তার সুপ্রশস্ত ফেচবুকের কল্যাণে তা আগেই জানতাম, অপেক্ষায় ছিলাম লেখার বিষয়টা কি তার। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকস পড়লাম, পড়তে বাধ্য হলাম, মনে হচ্ছে আমার মত হতাশ,অলসের জন্য এটা সর্বক্ষনিক  power bank এর কাজ করবে।
বইয়ের যে বিষয়টা মনে ধরেছে-
প্রথম ভাগে-মাসুম ভাইয়ের দেওয়া সমাধান পড়ে মনে হয়েছে সে যা বলছে তা আমাকে করতেই হবে তার কথাগুলো শুনতেই হবে।
দ্বিতীয় ভাগে- আবির এর সাবির হওয়া এবং তার ঘুরে দাড়ানো।
আমাকেও আত্ববিশ্বাসি করেছে। বার বার মনে হচ্ছে আবির যদি পারে আমি ও পারবো----
"মরা ইঞ্জিনের কেরামতি "
------------------শীতকালে মরে যাওয়া গাছ যদি আবার পাতা ফোটাতে পারে। ভরাট হয়ে যাওয়া নদীতে ড্রেজার চালিয়ে যদি আবার জোয়ার আনতে পারে। নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেকানিকের কাছে নিয়ে যদি আবার চালু করানো যেতে পারে। তাহলে দুই-একবার পিছিয়ে পড়ার পর আমি কেন সামনে এগোতে পারবো না, মানুষ এত এত খারাপ কন্ডিশন থকে উঠে আসতে পারলে, আমিও পারবো। এভারেস্ট না হোক কেওক্রাডং পর্যন্ত তো উঠতে পারবো। আরেকটু লেগে থাকলে, আরেকটু চেষ্টা করলে আমি পারবো।
আত্মদিবস পালন করা বিষয়টা অতি উত্তম সংযোজন বিশেষ করে আমার মত অবিবেচকের জন্য। যারা কোন কিছু করার সময় পায়না ছুতা ধরতে অভ্যস্থ।
আশা করি আমার মত অনেকের জন্যই 
"রিচার্জ your  ডাউন ব্যাটারি"
 ইমারজেন্সি  POWER BANK  এর মত কাজ করবে।
যাদের ব্যাটারি ডাউন আছে মনে করছেন এবং চার্জার এর অভাববোধ করছেন তারা বইটা পড়লে অলস সময়টা উপকারী কাজে লাগিয়েছেন বলতে পারবেন নিশ্চিত।
Thanks a lot RESPECTED Jhankar Mahmud vai to give us such a power bank.

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]