বোরিং নামে যে একটা শব্দ আছে সেটা ভুলে যাবেন

Badhon Md Abdullah

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

Book Name :'' রিচার্জ Your ডাউন ব্যাটারি ''

জীবনের মাঠে লাল কার্ড পেলেও খেলতে হবে ।

বরাবরের মতই এবারো বাস্তব মুখি চরিত্র আর উদাহারন তো ছিলোই, সাথে ছিলো দিল দরিয়া চার্জার তথা আবিরের মাসুম ভাই। আমি গ্যরিন্টি দিচ্ছি যিনি এই বইটি পড়বেন তার মনে হবে তিনিই সেই গল্পের নায়ক আবীর !
Jhankar Mahbub ভাই এর আগের বই গুলোর মত এবারের বইটাও অসাধারন বানী দিয়ে সাজানো, বিশেষ করে সম্বোধন গুলো আমার কাছে দারুন লাগে। তবে এবারের বইটা শুধু বই না আস্ত একটা পাওয়ার ব্যাংক ।
এই বই পড়ে অন্তত আমার মনে হয়েছে জীবনটা একটা ট্রাভেলিং স্পট । লাইফের চার্জ ফুরাবেই, আর তাই চার্জ করার জন্য দরকার ''রিচার্জ Your ডাউন ব্যাটারি'' নামক পাওয়ার ব্যাংক। 
Jhankar Mahbub ভাই এর নতুন পাঠকদের জন্য বলছি এই বই পড়তে গেলে বোরিং নামে যে একটা শব্দ আছে সেটা ভুলে যাবেন আমি গ্যারিন্টি দিচ্ছি। আর প্রত্যেকটি পর্বের শেষে আপনার জন্য একটি করে প্রশ্ন তো থাকছেই।

রিভিও লিখতে গেলে অনেক কিছুই লেখা লাগবে যা আমি পারি না। তবে ,
সবচেয়ে ভালো লেগেছেঃ শেষের চার্জিং ছকটা । 
ভালো লাগেনিঃ কি ভালো লাগেনি সেটা খুজে পাই নি এখনো।
সামারিঃ জীবনটা ফুটবলের মাঠ কিন্তু লাল কার্ড দেখালেও এখানে থাকা যায়, আবার খেলা যায়। সো কার্ড খেয়েও ‘’আত্ম দিবসের ডোজ’’ নিয়ে সফল হতে হবে ।

বিঃদ্রঃ বইটি আমি কিনে পড়িনি , এখনো মেলায় যেতে পারিনি তাই কিনতেও পারিনি,২টা বই একসাথে নিবো বলে শুরুর দিকে যাওয়া হয় নি। অন্যজনের থেকে নিয়ে পড়েছি সো রিভিও দিতেও দেরি হলো ।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]