Zahidul Islam Suzon
ছোটবেলায় নানা রকম গল্পের বই পড়তাম। অনেক বই পড়ার অভ্যাস ছিল। একদিন আব্বু তিন গোয়েন্দার একটা বই এনে দিসে। এরপর থেকে আর কোন বই ভাল লাগতো না। স্কুল পর্যন্ত তিন গোয়েন্দাই পড়েছি। কলেজ, ভারসিটি উঠার পর টাঙ্কিবাজি, ফেসবুক, আড্ডার জন্য বই পড়া হত না। যাও দুই একটা কিনতাম মনে ধরত না। জব লাইফ এ ঢুকে বেশ কিছু মোটা কঠিন ইংরেজী প্রোগ্রামিং এর বই পড়েছি। তাও বাংলা বই পড়া হচ্ছিল না। কেন যেন লেখার মান/টপিক ভাল লাগতো না।
আজ দেড় বছর জব করতেসি সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে। কিছু বাজে সময় পার করতেসি। মোটিভেশন পুরা ডাউন। সেটা আপ করার কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে ফলো করি বেশীদিন হয়নি, তবে দেখতাম সব সময় ভারসিটির পোলাপানের জন্য লিখেন। তাও কি মনে করে আপনার ‘রিচার্জ your ডাউন ব্যাটারি’ বইটা রকমারিতে Order দেই।
১০ বছর পর এই প্রথম কোন বাংলা বই, (হোক সেটা মোটিভেশনাল) আমার ভাল্লাগসে। একটানা বইটা পড়ে ফেলসি আমি। প্রোফেশনাল লাইফ এ যেই পেইনটা খাচ্ছি, সেটা কাটায় নিতে বইটা আমাকে সাহায্য করবে, সেটা বুঝতে পেরেই এই রচনা লেখা।
ধন্যবাদ ভাইয়া।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]