ব্যাটারি ডাউন যার যার তাদের জন্য চার্জার ......
#রিচার্জ_your_ডাউন_ব্যাটারি ফেবুতে ক্যামনে ক্যামনে যে ঝংকার ভাইয়ের হদিস পাইছিলাম তা আজ আর মনে করতে পারছিনা । কিন্তু যেদিন থেকে পাইছি সেদিন থেকেই তিনি আমার জীবনে ঝংকার তুলে যাচ্ছেন । কিন্তু এই ঝংকারটা ততক্ষণই ঝংকৃত হতো যতক্ষণ তাঁর কোন রিচাজিং লেখা পড়তাম বা ভিডিও দেখতাম । পরে আবার 'জীবনডা ক্ষ্যাতা আর বালিশ' হইয়া যাইত । আলহামদুলিল্লাহ ঝংকার ভাই আমাদের মত ডাউন ব্যাটারীদের জন্য দিলেন এক অতি উত্তম চার্জার ' রিচার্জ your ডাউন ব্যাটারী'। গ্রন্হখানার নাম দেখেই মনে হইল' গ্রন্হ তোমার নামটা জোস , ফলদায়ক হয়ে দেব পরিচয়।' সত্যি কথা আগেও বাংলা আর ইংরেজিতে কিছু মোটিভেশনাল বইপত্র পড়ছি । কিন্তু এত দরদ দিয়া আপন করে বলার কাউকে পাইনি । রবি ঠাকুর কইছিল,' সহজ করে বলতে আমায় কহ যে , সহজ কথা যায় না বলা সহজে।' ঝংকার ভাইয়ের সাথে দেখা হইলে হয়তো ইতিবাচক মত দিতেন । আর 'রিচার্জ your ডাউন ব্যাটারী' পড়লে আরো পজিটিভ হইতেন ।বইটা প্রথমে গোগ্রাসে পড়ে ফেললাম । মনে হচ্ছে চার্জাররের সাথে কানেক্টেড হইছি , চার্জ হওয়া শুরু হইছে । কত সহজ সুন্দর উদাহরণ এর পর উদাহরণ সাজিয়ে পাঠককে চার্জিত করতে চাইছেন আমাদের ঝংকার ভাই । 'হাবলুদের জন্য প্রোগ্রামিং' যখন বের হল সেবার এক সন্ধ্যায় বইমেলায় আমার সুযোগ হইছিল ঝংকার ভাই আর কারিনা আপুর সাথে সাক্ষাতের । দুজনই মাশাল্লাহ হৃদয় মন জুড়ানো মানুষ ।আল্লাহ তাদেরকে এরকমই হাই ভোল্টেজ 'পাওয়ার হাউজ' বানিয়ে দেন । যাতে আমরা চার্জিত হয়ে জ্বলজ্বল করে জ্বলে উঠতে পারি । ব্যক্তি , সমাজ , সংসারের জন্য যেন চার্জার হয়ে উঠতে পারি । 'রিচার্জ YOUR ডাউন ব্যাটারী' প্রথম পাঠের পর মনে হচ্ছে ঝংকার ভাইয়ের হৃদ্যতাপূর্ণ গাইডলাইন মেনে চললে ফুলচার্জ হতে পারবো ইনশাল্লাহ । আল্লাহ বইয়ের লেখক তাঁর প্রিয়জনদেরকে উত্তম প্রতিদান দান করুন । বইটির সকল পাঠকপাঠিকাকে good থেকে better থেকে best মানুষ হওয়ার তাওফিক দান করুন । আমিন ।