#রিচার্জ_your_ডাউন_ব্যাটারী #Jhankar_Mahbub
বই মেলায় আদর্শ প্রকাশনীর এই বইয়ের ১ম কপি কিনেছিলাম আমি। পড়ে শেষ না করায় রিভিউ টা লিখতে পারছিলাম না। আজ শেষ করলাম। তাই নিজের মত টা কে প্রকাশ করতে পারছি।
আচ্ছা আমার মত কে কে আছে, যারা করবো করছি, কাল করবো পরশু ভুল হবে না এমন করে করা হচ্ছে না?? তাদের জন্য আদর্শ একটি বই ঝংকার মাহববু এর রিচার্জ ইওর ডাউন ব্যাটারী। তার প্রমাণ মিলবে সূচিপত্র টা দেখলেই। বইয়ে "মাসুম ভাই" নামক একটি চরিত্র আছে যে ভার্সিটির বড় ভাই। মুলত লেখক নিজেকে সেই চরিত্রে উপস্থাপন করেছেন। ছোট ভাইদের নানা সময়ের নানান রকম সমস্যা তিনি অনেকটা মজার ছলে সমাধান করে দেন।
এছাড়া বইয়ের মাঝে মাঝে কিছু কোটেশন দেয়া আছে যায় উত্তর নিচে লিখতে বলা হয়েছে। এই অংশটি আমার অনেক ভাল লেগেছে। এমন একটি বিষয় আমি পেয়েছিলাম #শিব_খেরার বই #You_can_win তে। তবে সেটা ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছিল। যারা এই অংশটুকু পুরন করতে পারবে এবং অনুসরণ করতে পারবে তারা জয়ী হবে। এছাড়া বইয়ের মাঝে মাঝে কিছু #বিজয়ীদের কোটেশন দেয়া হয়েছে যা প্রেরণা দায়ক।।
আর শেষের অংশে নিজেকে পরিক্ষা করার একটা মিটার দেয়া আছে। যার সাহায্যে নিজের ব্যাটারীর পাওয়ার মাপা যায়। এবং পরিমাণ মত চার্জ করার ও ব্যবস্থা রাখা হয়েছে এখানে।
তাই বলা যায় যারা আমার মত করবো করছি আজ বা কাল করে সময় পার করে দিচ্ছেন তারা যদি জয়ী হতে চান তাহলে পড়ে নিন #ঝংকার_মাহবুব এর #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি।
যদি ভাবেন যে আমি তো #বই_মেলায় যেতে পারবো না, আমি তো ঢাকায় থাকি না, আমার তো আনার কেউ নাই কিংবা ডট ডট .......
থামেন। রকমারি.কম কিংবা আরো অনেক সাইট বসে আছে আপনার দরকারী বই টা আপনার বাড়িতে পৌছে দেয়ার জন্য। শুধু অর্ডার করলে হবে। ওহ না শুধু অর্ডার না বিল ও দিতে হবে। তাহলে বই চলে আসবে আপনার হাতে।
অনেক অনেক শুভ কামনা রইল লেখকের জন্য
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]