"Recharge Your Down Battery" বইটা পড়া শেষ করলাম, তবে এখন কুনো রিভিউ লিখতেছিনা, রিভিউ আসলে কমার্শিয়াল পারপাসে যে বই গুলো বের হয় সেইগুলোর দরকার, তবে ঝংকার ভাই এর এই বইটা মনে হয় না কুনো কমার্শিয়াল পারপাসে বের করছেন তিনি, অন্ততপক্ষে আমার কাছে মনে হয় নাই এটা!
কেন বললাম কমার্শিয়াল পারপাস না??
কারো বড় ভাই কখনো কুনো উপদেশ টাকার জন্য দেয় না, উপদেশ, দিকনির্দেশনা দেওয়ার পিছনে তার কুনো ব্যবসায়িক লাভের আশা নাই!
ঝংকার ভাই ও এই বই লিখে বড় ভাই এর কাজটিই করেছেন!
যারা বইটা পড়েছে তারা কেউ খেয়াল করেছে কিনা জানি না ঝংকার ভাই বইটিতে "তুই" বলে সম্বোধন করেছেন, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে!
বইটিতে ঝংকার ভাই অনেক গুলো স্টেপস বলেছেন, অনেক দিকনির্দেশনা দিয়েছেন যেগুলো প্র্যাকটিকাল লাইফের সাথেই রিলেটেড!
যাদের ক্ষেত্রে, অনেক মোটিভেশনাল স্পিকার এর স্পিচ শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, চোখে পানি চলে আসে, এমন খুঁজতে যাবে বইতে তারা নিরাশই হবে, কারন বই টা আসলে ইমোশন মিশিয়ে লিখা হয় নাই, বইটির প্রতিটা লাইনে বরং আমাদের প্র্যাকটিকাল লাইফের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে, তবে বই এর প্রতি পৃষ্টার নিচে কিছু বিখ্যাত মানুষের উক্তি দিয়েছেন যা শরীরের লোম খাড়া করবে, ইচ্ছা জাগাবে কিছু করার!
মোটকথা এইটা বই না, বরং একজন বড় ভাই এর প্র্যাকটিকাল লাইফে চলার জন্য, কিছু করার জন্য, ক্যারিয়ার নিয়ে ভাবার জন্য সত্যিকারের কিছু দিকনির্দেশনা, সাজেশন্স!
If your battery is running low, go get the book, read it by heart, I promise you will be Boosted up!
আর বই পড়ে আরেকটা বিষয় জানতে পারলাম, আমাদের ঝংকার ভাই লেখালেখি করে আজ পর্যন্ত ফুটা পয়সা কামাই করতে না পারলেও ক্লাস সেভেন থাকা অবস্থায় স্ট্যান্ডাপ কমেডি প্রতিযোগিতায় সেকেন্ড হওয়ার গৌরব অর্জন করেছিলেন । হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে প্রতিযোগী ছিল তিনজন । যাদের মধ্যে একজন ছিল অনুপস্তিত
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]