আবির অন্য আট-দশজনের মতই একটা ভার্সিটিতে পড়ে। নিত্যনৈমিত্তিক জীবনযাপন করে। প্রতিদিন টংগে বসে চা খায়,তার ফ্রাস্টেশন গুলা ভুলতে এই সেই ট্রাই করে। তবে ভুলেও যা মিস করে না তা হলো তার ক্যাম্পাসের বড়ভাই মাসুমের সাথে শেয়ার করতে।
আর এভাবে প্রতিদিনকার সমস্যাগুলো মাসুম ভাই এমন এক আঙ্গিকে, দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখা করে যা আবিরকে সত্যি অভিভূত করে। সে অবাক হয়ে চিন্তা করে মাসুম ভাই কিভাবে পারে এমন চিন্তা করতে,যা তার মাথায় কিছুতেই আসছিলো না। এভাবে প্রতিদিনকার সম্পর্কের জেরে সে হয়ে পড়ে আসক্ত আর সেইসাথে তার বন্ধুমহল ও। কারন মাসুম ভাইয়ের চিন্তা-চেতনা দৃষ্টিভঙ্গি আর সফলতা নিয়মিত তাদের বিস্মিত করে যায়। মাসুম ভাই ই তাদের সমস্যা কে বাস্তবতা না ভেবে কারন খুঁজতে শেখায়।
মাসুম ভাইয়ের কমন চিন্তাচেতনায় ই হলো লেগে থাকতে হবে,যে কোন ভাবেই হোক হাল ছাড়া যাবে না প্রয়োজনে ভিন্ন ভাবে চিন্তা করতে হবে,ভিন্ন পথে চলতে হবে। লোকে কি বলবে তা না ভেবে সফল হলে সবাই কিভাবে তাকিয়ে থাকবে তা মাথায় রাখতে হবে। হোঁচট খেলে পাক্কা হাঁটুরে হওয়া যাবে,তবে হোঁচটের কারন খুঁজে সে পথে দ্বিতীয়বার যাওয়া যাবে না।
নিজের বর্তমান বেরিয়ার না দেখে কি আছে তা দেখতে হবে। তবেই নিজের অবস্থান সম্পর্কে ভালো ধারনা পাওয়া যাবে।
মাসুম ভাইয়ের কিছু প্রিয় কন্টেন্ট হলোঃ
বাঁচতে হলে,মন খারাপ কন্ট্রোল করতে হবে।
বাঁচতে হলে,ডাউন ব্যাটারি রেগুলার রিচার্জ করতে হবে।
পারফেক্ট টাইম বলতে কিছু নাই,পারফেক্ট সুযোগ বলেও কিছু নাই। পৃথিবীটা ট্রাঞ্জেশনাল,তাই আমাদের ও তাই হতে হবে।
জীবন ঝাক্কাস বানাতে ৫স কাজ,থুক্কু ৫ টা কাজ যা স' দিয়ে শুরু আর কি তা নিয়মিত করতে হবে।
আত্মদিবসের ডোজটা চরম ছিল।
আর কিছু কমন শব্দ ছিল,যেমন ঃঝাক্কাস,কাবঝাপ,মাগার যা একটু অড হলেও রিডারকে মনোযোগী রাখতে বেশ ভালো ছিল।
আর মাসুম ভাইয়ের ব্যাটারী তোএকটা রোডম্যাপ,মেনে চললে অন্তত ব্যার্থ হবা না সিউর।
আর হ্যাঁ,বেশী ভালো ছিল একটু পরপর প্রশ্নের সম্মুখীন হওয়া।
যার ফলে কিছুদিনের মধ্যে আবির ও মাসুম ভাইয়ের মত তার চলে যাওয়ার পর কিছু ভালো পরামর্শ দিতে শিখে আর তা পুরোদমে আয়ত্ব করে নেয়।
আর এভাবেই ফেইসবুকে পোষ্ট ভেবেই ৪০ টা ফেইসবুকের পোষ্ট সমান দুইবসাতেই শেষ করে ফেলি Jhanker Mahbub ভাইয়ের
রিচার্জ Your ডাউন ব্যাটারী বইটা।
আর এইটা তার ই রিভিউ ছিল।
হ্যাপি লার্নিং, কিপ কন্সিসটেন্সী।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]