Review রিচার্জ your ডাউন ব্যাটারি

Shifat Hassan Sufi

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বুক রিভিউ:
বইয়ের নাম : রিচার্জ YOUR ডাউন ব্যাটারি
লেখকের নাম : ঝংকার মাহবুব
আমরা সবাই আমাদের জীবন নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু হাতে গোনা কয়েকজনই শুধু আমরা স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করতে পারি। আর বাকিরা হয়তো কেউ শুরুতেই হাল ছেড়ে দেই অথবা স্বপ্ন বাস্তবায়নের পথে হোঁচট খেয়ে স্বপ্ন দেখতে ভুলে যাই। আর এই বইটির বিশেষত্ব হচ্ছে লেখক তার কথার রস ঢেলে বাস্তব কিছু উদাহরন দিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে ধাক্কা খেলে আমাদের পদক্ষেপ গুলো কি হওয়া উচিত তা সুন্দরভাবে তুলে ধরেছেন। 
বইটির বেশ কয়েকটি বিশেষ দিক আছে। লেখক হাস্যরসের সাথে প্রতিটি বিষয় আলোচনা করেছেন।তিনি শুধু জীবনের সমস্যা গুলো নিয়ে আলোচনা করেন নি, সেগুলোর সমাধানও দিয়েছেন। আবার কয়েকটি দিক আলোচনা করার পর পাঠককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বইটি যে কেউ পড়লেই মনে হবে তার জন্যই বইটি লেখা। আমার যে কথাটি বেশি ভালো লেগেছে সেটি হলো লেখক উল্লেখ করেছেন এই বইটি পড়ে যদি নিজের মধ্যে পরিবর্তন না আসে তাহলে বইটি পড়ার সব সময় পানিতে যাবে।
সবশেষে যদি নিজেকে প্রশ্ন করি বইটি পড়ে মোটিভেটেড হয়েছি কিনা, তাহলে আমি বলবো, "হ্যাঁ হয়েছি।"


রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]