ডিপ্রেশন কালে সেরা সঙ্গী

Shahriyar Alam

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

চট্টগ্রাম থেকে ঢাকায় বইমেলায় যেতে পারিনি। আবার চট্টগ্রামেও তেমন উল্লেখযোগ্য বইমেলা হয় নাই। 
এই মাসের ৫ তারিখে “কিশোর আলো” পেয়ে পাতা উল্টাচ্ছিলাম। রকমারির বিজ্ঞাপনের পাতায় অন্যান্য স্বনামধন্য লেখকের বইয়ের সাথে #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি বইখানা দেখতে পাই। হঠাৎ কেন যেন মনে হলো, বইটা আমার লাগবেই! আরও কয়েকটি বইয়ের সাথে এটাকেও অর্ডার করে দিলাম।
প্রকৃতপক্ষে আমার রিভিউ দেওয়ার কোন ইচ্ছে নেই! অন্তরে ধারণ করেছি ওটাই আসল। তবুও টি-শার্ট এর লোভে মনে যা আসছে তা লিখছি-

বইটির প্রথম পৃষ্ঠা পড়লেই সবাই বুঝে যাবে, "আরে এতো আমার সাথেও হচ্ছে!" কতটা আপন করে পাঠককে "তুই" সম্বোধন করে লেখক সকল সমস্যার সমাধান করে যাচ্ছেন, তা সত্যিই অভূতপূর্ব। 
যদিও আমি একাদশ শ্রেণীতে পড়ি, তবুও নিজেকে আবির মনে হচ্ছিল।
প্রতিটা অধ্যায় শেষে লেখক পাঠকের মন থেকে যে স্বীকারোক্তিগুলো বের করে নিচ্ছিলেন এবং তৎক্ষণাৎ বইয়ের নির্দিষ্ট স্থানে লিখতে বাধ্য করেছেন, তা অসম্ভব লেগেছিল! কিন্তু নিজে বাধ্য হয়ে লিখার পর শিওর হলাম, অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল নয়; Jhankar Mahbub এরই কাজ।

অধিকাংশ পৃষ্ঠার নিচে থাকা ইংরেজি বাণীগুলো অনেক ভাল লেগেছে।

আত্মদিবস: পড়ালেখাহীন জীবনটার প্রতিটি দিনই মনে হতো আত্মদিবস! কিন্তু বইটি পড়ে সে ধারণা পুরোপুরি বদলে গেল! এখন আমি নিজের সম্পর্কেও ভাবি! স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছি, ইনশাআল্লাহ্‌।

হীনম্মতা: সবকিছু থাকার পরও প্রচুর হীনম্মতায় ভুগতাম। কারণ অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, বেশ কয়েক সপ্তাহ ধরে। আলহামদুলিল্লাহ্‌ ! বের হয়ে এসেছি।

ব্যাটারি মাপা: পুরো বইয়ের মূল আকর্ষণ হচ্ছে এই ব্যাটারি! কখনই কল্পনা করি নাই, যে আমিই আমার জীবনের ব্যাটারির পার্সেন্টেজ এভাবে কমাচ্ছি! তাই আমার চার্জ ৩০-৫০ শতাংশের ঘরে ছিল।

কসম খাওয়া: কখনো কোন বই এত্ত সিরিয়াসলি নেই নাই! চেয়ার থেকে উঠে একদম সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে, শক্ত করে সামনে হাত বাড়িয়ে গায়ে শক্তি এনে- তারপর কসম খেয়েছি। শূন্যস্থান গুলো পূরণ করেছি।

কিছুই বলার নাই আর!

পরিশেষে: আমার এই ডিপ্রেশন কালে সেরা সঙ্গী ছিল #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি আর "আয়মান সাদিক ভাইয়ার, নেভার স্টপ লার্নিং।" আমার স্বপ্ন যদি পূরণ করতে পারি, ইনশাআল্লাহ্‌! একদিন মুখোমুখি দাঁড়িয়ে বুক মেলাবো। 

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]