Sharif Muhammed Shahjahan
Jhankar Mahbub ভাইয়ের রিচার্জ ইউর ডাউন ব্যাটারি পড়ে শেষ করলাম। এক কথায় অসাধারণ একটা বই। রিচ ডেড পুওর ডেড পড়ার পরে আমার ভিতরে একটা নাড়া দিয়েছিল। সেই নাড়াকে ভূমিকম্পের পর্যায়ে নিয়ে গেছে রিচার্জ ইউর ডাউন ব্যাটারি।
জীবনে চলার পথে আমরা কখনো কখনো হোঁচট খেয়ে পড়ে যাই। সেই পড়ে যাওয়া থেকে দাপটের সাথে উঠে দাঁড়ানোর গাইড লাইন পাওয়া যাবে এই বইতে।
আমার ক্ষমতা থাকলে এই বইটিকে ছাত্র ছাত্রীদের সহপাঠ বই হিসাবে অন্তর্ভূক্ত করে দিতাম
এরকম একটা বই লিখতে লেখকের কয়েশ ভাল বই পড়তে হয়েছে বলে মনে করি।
পরিশেষে বলব বইটি পড়লে আপনার সময় নষ্ট হবে না বরং আপনার নিজের অবস্থানটা পরিস্কার হবে। নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন - ইনশাআল্লাহ।
এত সুন্দর একটা বই লেখার জন্য লেখককে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সাধুবাদ জানাই। অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]