Review রিচার্জ your ডাউন ব্যাটারি

Nasif Ishtiaque Islam

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

“ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই Only পরিশ্রম is Real”

জীবনের চাওয়াকে পাওয়া করতে না পেরে দিক হারিয়ে ফেলেছিলাম। ঠিক তখনি Jhankar Mahbub ভাইয়ার #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি বইটা রকমারি থেকে অর্ডার করেছিলাম। বইটিতে ঝংকার ভাইয়া এক জন বড় ভাই রূপে জুনিয়ার ভাইদের উপদেশ দিতে তুই বলে সম্মোধন করেছে যেটা মনে হয়েছে একান্ত আপন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছেন।

১১ নম্বর পৃষ্ঠায় ভাইয়ার একটা কথা কানে অনাবরত বেজে যাচ্ছে সেটা হলো “ আসলে দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই। পরিশ্রমী পোলাপাইন দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপাইন সেটাকেই ট্যালেন্ট বলে।”

ইচ্ছে করলেই একদিনে বইটা পড়া শেষ করতে পারতাম। কিন্তু আমি সেটা না করে ধীরে ধীরে এবং বইয়ের বিষয়বস্তু নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, ঠিক ভাইয়া আমার একটা কমেন্টে আমাকে বলেছিলেন নিজের জীবনে প্রয়োগ করতে।

আমরা প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় আমাদের বলে দেয়, সাবধানে থাকিস। কখনোই বলে দেয় না, আজকে দুইটা রিস্ক নিয়ে আসিস। নতুন কিছু ট্রাই করে আসিস। লেখাটা “রিস্ক নেওয়াটা সাফল্যদের তপস্যা” অধ্যায়ের।

ঝংকার মাহবুবের লেখা বলে কথা তার লেখা পড়তে পড়তে কখনও আগ্রহ হারায়নি। তার লেখার রসে ডুবে থাকবেন সবসময়। বইটা পরে ফেলতে পারেন। বই মেলাতে পাবেন আদর্শ প্রকাশনীর স্টলে: ৩২৬, ৩২৭, ৩২৮। আর রকমারি থেকে অর্ডার করতে https://goo.gl/G15DWy


রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]