২০১৫ সাল থেকে বইমেলা আসার আগেই বইয়ের লিস্ট বানাই। ফেসবুক বন্ধুদের ভিতর যারা লিখালিখি করেন কিংবা যাদেরকে আমি ফলো করি ও অনুপ্রেরণা নেই যেটাকে ঝংকার মাহবুব ভাই বলেন রিচার্জ হওয়া তাদের বইগুলোই আগে কিনি।আসলেই বিভিন্ন জনের লিখা পড়ে বিভিন্নভাবে অনুপ্রাণিত হই।তেমনই একটা বই "রিচার্জ your ডাউন ব্যাটারী"-Jhankar Mahbub
বইটার কাভার পিকটাই অনেক মজার।বইটা খোলার পর মুটামুটিভাবে একটা ধাক্কা খেতে হয়।সাধারনত যেমনটা আমরা বই পড়ার ক্ষেত্রে দেখে থাকি তার ধারে কাছেও নেই এই লেখকের লিখনিতে। গতানুগতিক নিয়মকে পুরোপুরি গুল্লি করে ওড়িয়ে দিয়েছেন তিনি।
যদিও আমরা এরকম লিখাপড়ে অভ্যস্ত নই, কিন্তু নিজেকে রিচার্জ করতে এইটাইপের বই ও লিখনিরও কোন বিকল্প নেই।সবচেয়ে মজার দিক হচ্ছে লেখকের "তুই" সম্মোধন করে লিখা।এটাতে বুঝাই যায় তিনি আসলে আমাদের তরুণ সমাজকে রিচার্জ করতেই মূলত এই পদক্ষেপ নিয়েছেন।(অনেকের ভিন্নমত থাকতে পারে।)
লেখকের সবকটা কথাই আমাদের চিরচেনা ও জানা,কিন্তু আমরা ঠিক তা মানি না আর সঠিকসময়ে রিচার্জ ও হই না।আর তাই নিজেকে রিচার্জ করতে পড়তে পারেন যে কেউ এই বইটি।যেমটা আমার প্রয়োজন"আত্মদিবসের ডোজ"চ্যাপটারটি।
ধন্যবাদ মাহবুব ভাইকে যুগোপযোগী বইটি আমাদের সামনে উপস্হাপন করার জন্য।মোটিভেশনাল ট্রেনিং এ গিয়ে মোটিভেট হওয়ার পাশাপাশি এই বইটাও পড়ে দেখেন সবাই,রিচার্জ একদম নিশ্চিত।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]