এখানে নিজের অবস্থা হাড়ে হাড়ে টের পাওয়ার ব্যবস্থা আছে

sakib

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

এবারের বই মেলায় কোন বই কিনবো ভেবে পাচ্ছিলাম না। আর রংপুরে আছি তাই মেলায় যেতেও পারি নি। কিন্তু একজন ভাইয়া বল্লো তিনি অনেক গুলো বই কিনেছেন। তার লিষ্ট ও দিয়েছিলেন আর বললেন বই গুলো পড়তে। বইগুলো অনেক যোশ নাকি।। #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি নামটা দেখেই চোখে পড়ে গেলো, আর কিছু না ভেবে কিছু বইট রকমারি থেকে অর্ডার করেছিলাম।

তবে আজ ঝংকার ভাইয়ের রিচার্জ Your ডাউট ব্যাটারি বইটা পড়ে কি জানতে পারলাম তাই শেয়ার করলাম।

ভালো লাগার দিক
লেখন এক জন বড় ভাই রূপে জুনিয়ার ভাইদের উপদেশ দিতে তুই বলে সম্মোধন করেছে যেটা মনে হয়েছে একান্ত আপন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছেন।

আসলে দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই। পরিশ্রমী পোলাপাইন দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপাইন সেটাকেই ট্যালেন্ট বলে।”

যা শিখতে পারি
আমাদের জীবনের ফ্যাশন/লক্ষ্য নির্ধারন করতে হবে, সেই অনুযায়ী কাজে নেমে পড়তে হবে। এই Journey তে আমাদের অনেকই উপহাস করবে, আমারা ব্যর্থ হব, অপমানিত হব, নিঃস্ব হয়ে যাব। তবু্ও আমাদের হাল ছাড়া যাবে না

মজার ব্যাপার
তবে বইটির প্রধান আকর্ষন হচ্ছে ব্যাটারি চেকিং এ। এখানে নিজের অবস্থা হাড়ে হাড়ে টের পাওয়ার ব্যবস্থা আছে। এরপর আছে রিচার্জ your ডাউন ব্যাটারি চ্যালেঞ্জ বিষয় টি অনেক মজার ছিলো।

তবে কিছু কিছু ব্যাপার আরো বিস্তারিত আলোচনা করলে বুঝতে সুবিধা হত।

বইটি বেশ মজার ছিলো।।অনেক কিছু জানতে পেরেছি।


রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]