একটি সুষ্ঠু জীবন গঠনের কারিগর

Sajal Das

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বইটিকে শুধু মোটিভেশনাল বুক বললে ভুল হবে বরং এটি একটি সুষ্ঠু জীবন গঠনের কারিগর বলা যেতে পারে। বইটির এত সুন্দর উপস্থাপনা রীতিমত বইটিকে এর বেস্ট পজিশন এ নিয়ে গিয়েছে।

বইটির প্রধান চরিত্রটি হল ভার্সিটি পড়ুয়া সিনিয়র মাসুম ভাই এবং অন্য চরিত্র গুলো মূলে আবির ও তার বন্ধুরা। মাসুম ভাই একজন অনেক উদার ব্যক্তি, তিনি তার জুনিয়র দের সবসময় গাইড করেন জীবন সম্পর্কে বলেন, জীবন গড়ার সম্বন্ধে উপদেশ দেন। এজন্যই মাসুম ভাই এর উপদেশ কাজে লাগিয়ে আবির সাবির হয়ে উঠেছে।

এমন অনেক আবির কে সাবির বানাতে পারে এই বইটি। বইটি মূলত কলেজ/ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে। কেননা বইটি পড়তে গেলে আপনারাই অনেক মজা পাবেন, কারণ ম্যাক্সিমামই আপনার জীবনের সাথে মিলে যেতে বাধ্য,আমার সাথেও অনেক কিছু মিলে গেছে।

উপস্থাপনা :

এর উপস্থাপনাই আমাকে বাধ্য করল আলাদা করে কোটেশন দিয়ে এর ব্যাপারে লিখতে। এত সুন্দর করে বই উপস্থাপন করা যায়, বইটি না পড়লে জানতাম ই না। প্রতি চারটি পার্ট শেষে প্রশ্ন নিজের ব্যাপারে এবং লাস্ট চারটি পার্ট থেকে নিজে কি শিক্ষা নিলাম তার উত্তর করা প্রশ্ন অনুযায়ী।প্রতিটি পার্ট শেষে মহান ব্যক্তিদের চমৎকার চমৎকার কিছু উক্তি স্থান পেয়েছে, যা বইটিকে অনেক স্ট্যান্ডার্ড করেছে। বইটির শেষে নিজের লাইফের ব্যাটারির চার্জ মাপা (যদিও আমার চার্জ ওতোটা ভালো না) এবং জীবন লাইনে আনার কায়দা অনেক হেল্পফুল ও ইন্টারেস্টিং।

আমার মতে বইটি দুধরণের মানুষের জন্য দুধরণের নাম দেওয়া যেতে পারে।

১.Recharge Your Down Battery (এইটার লোকসংখ্যাই বেশি বলা যায়)

২.Charge Your Own Battery (এটি হল যারা বর্তমানে রাইট ট্র‍্যাকে আছে, তারা যেন ট্র‍্যাক না হারায় তাই তাদের সচেতনমূলক )

যদি রেটিং দিতে হয় আমি ওভারল ৯/১০ দিব। This Book can Change your Life, If you want.

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]