বন্ধু Power Bank কিংবা Charger যাই বলেন

Shihab Saiful

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বন্ধু Power Bank কিংবা Charger যাই বলেন-
ঝংকার ভাইয়ের "রিচার্জ YOUR ডাউন ব্যাটারি"
দিয়ে নিজেকে নিয়মিত রিচার্জ করতে থাকেন।

"রিচার্জ YOUR ডাউন ব্যাটারি " বইয়ের রিভিউ :

লেখক:বুয়েট এবং নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে CSE পড়া
Jhankar Mahbub ভাই এখন শিকাগোতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে কর্মরত।

বইটা যাদের জন্য :
হতাশায় ডুবে যাওয়া,পিছিয়ে পড়া,সপ্নের পথে অগোছালো পথচলা কিংবা দারুন ভাবে ছুটতে থাকা যে কারও জন্যই বইটা আপনার লাইফের ব্যাটারির চার্জার হিসেবে কাজ করবে।

বইটাতে মূলত রয়েছে:
ধাপ-১:-এগিয়ে যাওয়ার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং করনীয় সম্পর্কে
একজন সিরিয়র বড় ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিচ্ছে।যেমন -
★দু একবার ব্যর্থ হলে কীভাবে ঘুরে দাড়াবেন!
★আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করে কনফিডেন্সলি এগিয়ে যাবেন।
★বন্ধুত্ব,ফেসবুক,ইন্টারনেট এর ক্ষতিকর দিক এড়িয়ে এটাকে সঠিক কাজে ব্যবহার।
★অল্প অল্প প্লান করে দীর্ঘ মেয়াদী সফলতা অর্জন।

সর্বোপরি হতাশা থেকে বের হয়ে এসে নিজেকে চালিত করার একটি বাস্তবধর্মী গাইডলাইন।

ধাপ-১:
আপনার লাইফটা এখন কোন পর্যায়ে রয়েছে সেটা বুঝানো।
এবার আপনার স্ব স্ব অবস্থান থেকে নিজেকে ট্রাকে রাখতে বা ফিরিয়ে আনতে কিছু Task দেয়া আছে যেগুলা আপনার মতো করে সাজিয়ে নিজেকে ডেভেলপ করতে পারবেন।Task গুলো শেষ করতে পারলে আপনার জন্য পুরষ্কার এর প্রতিশ্রুতি রয়েছে।
লেখক ভাইয়ের Email -
[email protected] এ আপনি এ বিষয়ে তার থেকে সাহায্য ও পেতে পারেন।

এক কথায়:
চরম প্রতিযোগিতার এ সময়ে,শত শত নেগেটিভ ইফেক্ট থেকে বেরিয়ে নিজেকে কন্ট্রোল করে একটা সুন্দর ভবিষ্যৎ এর জন্য বইটা হতে পারে আপনার লাইফের ব্যাটারির চার্জার এর মতো ঠিক টেবিলের উপরে,বইয়ের তাকে,ট্রাভেল ব্যাগে অথবা বালিশের পাশে।
Jhankar Mahbub ভাই,আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।দেখা হবে বিজয়ে.....

 

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]