Review রিচার্জ your ডাউন ব্যাটারি

Ria Adhikary

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বুক রিভিউ:
বইয়ের নাম: রিচার্জ your ডাউন ব্যাটারি
বইটির কয়েকটি দিক আমার বেশ নজর কেড়েছে এবং ভালোও লেগেছে। তার মধ্যে প্রথম হলো, লেখক বইটিতে যে যে পয়েন্ট তুলে ধরেছেন, তার প্রত্যেকটির সাথে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যেগুলো আমার কাছে অনেকটাই বাস্তবিক মনে হয়েছে। আর আসলে উদাহরণগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারতেসিলাম। যার কারণে আমার কাছে পয়েন্টগুলো বেশ ভালোই লাগছিল।
কিন্তু আমার সবচেয়ে বেশি যে পয়েন্টটা ভালো লেগেছে তা হলো, "বিজনেস করতে গেলে খাইতে হবে কনি"।কারণ এই পয়েন্টটাতে লেখক এক্কেবারে কড়া সত্য কথা নির্দেশনা হিসেবে দিয়েছেন যা আমাদেরকে আসলে কেউ সহজে বলতে চায় না। উল্টা আমরা বাস্তব জীবন কঠিন ভাবে শিখি।
আমার কাছে ৫স ফর্মুলাটাও বেশ মজার মনে হয়েছে প্লাস কার্যকরীও বটে। 
বইটির আরেকটি বিশেষ দিক হলো, প্রত্যেক ৪ টা পয়েন্ট শেষে লেখক পাঠকের দিকে মানে আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার বইটির শেষে লেখক ব্যাটারির চার্জের সাথে প্রয়োগমূলক একটা কাজ দেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে এই দিকটি ছাত্রসমাজের জন্য বেশ উপকারী হবে। 

তো সবশেষে বলতে গেলে, বাস্তবমুখী কার্যকরী মোটিভেশনাল বই হিসেবে আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]