অলস মানুষের জন্য অত্যন্ত কার্যকরী একটি বই

অাহমেদ রাজন

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

#রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি

"রিচার্জ your ডাউন ব্যাটারি" বইটি পড়লাম।যারা দিবালোকে সপ্ন দেখে কিন্তু আমার মত অলস এই টাইপের মানুষের জন্য অত্যন্ত কার্যকরী একটি বই।আলসেমি করতে করতে যাদের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে বা ব্যাটারিতে কতটুকু চার্জ আছে জানতে চান অথবা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হলে লাইফটা লাইনে আনতে পারবেন তাদের জন্য ও বইটা বেশ উপকারী হবে বলে আমি মনে করি।বইটি পড়ে আমি আমার লাইফের ব্যাটারির চার্জ মাপতে সক্ষম হয়েছি যা আগে এভাবে কল্পনা ও করতে পারিনি। 

#বইটি লেখার ক্ষেত্রে লেখক #ঝংকার_মাহবুব ভাই ভাষার যে ব্যাবহার করেছেন তা সত্যিই চমৎকার। বইটি পড়তে মনে হয়েছে লেখক সামনে উপস্থিত এবং তিনি আমার বড় ভাই বা ঘনিষ্ঠ বন্ধু হিসাবে কথা বলছেন।

#বইটির মধ্য থেকে কিছু চুম্বক অংশ তুলে ধরলাম যা আমার ভালো লেগেছে এবং যে জায়গায় উন্নতি প্রয়োজন।

★ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই। Only পরিশ্রম is real.

★মনে রাখবি, আয়েশ আর অর্জন এক পথে চলে না। অলসতা সফলতার বন্ধু হতে পারে না।

★যেমন এই বাস থেকে নামার সাথে সাথেই যদি জ্যাম ছেড়ে দেয়? সামনের বাসে যদি সিট খালি না থাকে? ওই বাসে তো আবার ভাড়া দেওয়া লাগবে, তার চাইতে এই বাসেই বসে থাকা ভালো।এই চিন্তা গুলোই আমাদের সমস্যা। এই চিন্তা গুলোই আমাদের পিছিয়ে পড়ার কারন।

★সফলতার চারা গাছ দেখার আগে চেষ্টার বীজ বুনতে পারলেই মাঠ ভরা ফসল দিয়ে গুদাম ভর্তি করতে পারবি।

★পড়ালেখা বাদ দিয়ে বার্সার উইনিং মোমেন্ট দেখার জন্য সারারাত কাটিয়ে দিবিনা। কারণ বার্সাকে তুই সময় দিলে ও বার্সা এসে তোর সপ্ন পূরনের কাজগুলো করে দিবে না। 

★কোনো সপ্ন, কোনো লক্ষই আরামের না। দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না।দোকানে ১০% ডিসকাউন্ট দেয় না; বরং ৯০% টাকা পকেট থেকে বের করে নেয়।শপিং মলে একটা কিনলে একটা ফ্রি দেয় না ; বরং একটার দাম দিয়ে দুইটার ব্যবসা পুষিয়ে নেয়।

★কাজের চাইতে মাস্তির পরিমাণ যত বেশি হবে। মাস্তির শাস্থি ও তত বেশি হবে। তাই একটু রিফ্রেশ হওয়ার আশায় রিলাক্সের মায়াজালে হাইজ্যাক হয়ে যাবি না।

★শীতকালে মরে যাওয়া গাছ যদি আবার পাতা ফোটাতে পারে,ভরাট হয়ে যাওয়া নদীতে ড্রেজার চালিয়ে যদি আবার জোয়ার নিয়ে আসতে পারে,নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেকানিকের কাছে নিয়ে যদি আবার চালু করানো যেতে পারে, তাহলে দুই-একবার পিছিয়ে পড়ার পর আমি কেনো সামনে এগুতে পারবো না।

★একজনের কাছ থেকে কপি করলে হয় চুরি,আর দশজনের কাছ থেকে কপি করলে হয় রিসার্চ।

★★★আমি জানি আমি পারবো। আরেকটু লেগে থাকলে, আরেকটু চেষ্টা করলে আমি পারবো।একভাবে না পারলে অন্যভাবে ট্রাই করার উপায় খুঁজে বের করবো। টেনশন নেয়ার,চাপ নেয়ার কিছু নাই,নরমালি করতে থাকবো, একটা না হলে অন্য আরেকটা করবো, জীবনটাকে এনজয় করবো।

#সবশেষে বলবো, এই বইয়ের প্রত্যেকটি লেখা অত্যন্ত বাস্তববাদী এবং সেই দৃষ্টিকোন থেকে বইয়ের নামকরণ যতার্থই হয়েছে।

ধন্যবাদ জানাই বইটির লেখক #Jhankar_Mahbub ভাইকে,সুন্দর একটি বই উপহার দেয়ার জন্য।

#বিঃদ্রঃ যারা মনে করেন লাইফের ব্যাটারি ডাউন হয়ে গেছে তারা বইটি পড়তে পারেন, ব্যাটারি রিচার্জের জন্য কাজে লাগবে।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]