রিভিউ : বই এর নাম " রিচার্জ your ডাউন ব্যাটারি "
বইটির লেখক Jhankar Mahbub , ফেসবুকের সুবাদে ভাইয়ার কিছু লেখা পড়ার সুযোগ হয় একদিন। এরপর থেকেই নিয়মিত উনার লেখা পড়ার চেষ্টা করি। আমার মত অলস আর ডাউন ব্যাটারি ওয়ালা মানুষ বোধহয় কম-ই আছে। আর তাই বইটা আসবে শুনেই রুপান্তর থেকে প্রি-অর্ডার করে কিনে ফেললাম, ডাউন ব্যাটারি রিচার্জ করার জন্যে ।
এই বইটি এমন একটি বই, যে, এক পাতা পড়লেই মনে হয় আরে আমার সাথেও ত এমনি হয় সবসময়। সব গুলো লেখাই রিয়েল লাইফ সিচুয়েশন/ প্রবলেম গুলোর উপর বেস করে লিখা।
বইটির যা যা ভালো লেগেছে :
সবচেয়ে ভাল লেগেছে যে ব্যাপারটা ত হল, লেখকের 'তুই' বলাটা। ঠিক যেন নিজের বড় ভাই উপদেশ দিচ্ছে।
কনফিডেন্স যে কাজ শুরু করার আউটপুট এটা আমার জানা ছিল না, তাই আমি আগে সবসময় কনফিডেন্সের বড়ির জন্য বসে থেকেছি( নতুন/ ডিফারেন্ট কিছু করতে ভয় লাগতো, যদি না পারি!) কনফিডেন্স ডেভেলপ করার স্ট্রাটেজি গুলো ভালো লেগেছে।
মাসের পর মাস একই ছুতা দিয়ে জীবন পার করে দিচ্ছিলাম, এক্ষেত্রে ওয়ান টাইম ছুতা ইউজের আইডিয়াটা আমার কাজে লাগবে আশা করছি।
এছাড়াও যে লেখাগুলো অসম্ভব রকম ভালো লেগেছে-
# আলসেমিকে ডান্ডা মারতে না পারলে, রেজাল্টের আন্ডা কোন দিনও থামবে না।
# পারফেক্ট টাইম, পারফেক্ট কন্ডিশন দিবে মুলা
# ৫স ফর্মুলা টা
# ছোট প্ল্যানের তাবিজ
# সুখ হচ্ছে আনন্দদায়ক মুহূর্তের ধারাবাহিকতা
# আত্মদিবস এর আইডিয়াটা ভালো লেগেছে, ১০ টা আত্মদিবস এর চ্যালেঞ্জ দিয়েছি নিজেকে।
# সবশেষে ' লাইফের ব্যাটারির চার্জ মাপো' এটা খুব ই মজার লেগেছে,যদিও আমার ব্যাটারির চার্জের লেভেল খুব কম এসেছে।
সবশেষে ঝংকার মাহবুব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এমন একটা বই লেখার জন্য। আমার জন্য এমন একটা কিছুর খুব দরকার ছিলো কারন আমি মোটিভেশনাল লেখা/কন্টেন্ট যা কিছু থেকেই মোটিভেশন নিই না কেন, একটু পরেই ব্যাটারি ডাউন হয়ে যাই, ফোকাস ঠিক থাকে না।
আশা করছি আমার মত মানুষদের জীবন টা অনেকটাই বদলে যাবে যদি কেউ "রিচার্জ your ডাউন ব্যাটারি" বই টা ঠিকমত ফলো করতে পারেন। ।
রেটিং : ১০/১০
মারিয়াম নাজহা
০৭-০২-২০১৮
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]