সাড়ে তিন বছরের জমানো খন্ড খন্ড কিছু গল্প এবং আইডিয়ার সমন্বয় এই বইটি। বইটিতে এক বড় ভাই তার এক ভার্সিটি পড়ুয়া জুনিয়রকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মেন্টরিং করছে। আসলে বইটি কারো কারো ক্ষেত্রে একটি জীবন্ত মেন্টর হিসেবেও কাজ করতে পারে। যেমন, বইটি বলে দিচ্ছে, কোন পরিস্থিতিতে রিস্ক নিতে হবে আর কখন সিনিয়রদের কাছে যেতে হবে। বিভিন্ন পরিস্থিতির সম্ভাব্য চিত্রগুলোর সাথে সাথে করণীয় কাজগুলো আলাপ-আলোচনায় ফুটে উঠেছে।
বৃষ্টির দিনে ঠান্ডার ভয়ে ঘরে বসে থাকা, আর সেই একই বৃষ্টিতে ভিজে কেঁপে কেঁপে দিনশেষে সংসার চালানোর টাকা নিয়ে রিকশাওয়ালার ঘরে ফেরা। দুটো চিত্রই ফুটে উঠেছে। সবাই যখন ব্যর্থতার কারণ খুজছে, সেই একই সময় কেউ দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে। এমনি আরো অনেক বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে ওঠেছে এই বইয়ে।
বইটিতে ৮টি প্রশ্ন আছে, সাথে উত্তর লেখার জায়গা ও আছে। উত্তরগুলো যখন নিজের হাতে লিখছিলাম, তখন নিজের সাথেই আরেকবার পরিচয় হচ্ছিল। হতাশার কারণগুলো যেন পেন্সিলের কালিতে ফুটে উঠছিল।
“আমি কেন পারছিনা?” – প্রশ্নের যথার্থ উত্তর পাওয়া যাবে এই বইয়ে।
তবে বইটির প্রধান আকর্ষন হচ্ছে ব্যাটারি চেকিং এ। এখানে নিজের অবস্থা হাড়ে হাড়ে টের পাওয়ার ব্যবস্থা আছে। এরপর আছে রিচার্জ your ডাউন ব্যাটারি চ্যালেঞ্জ। যারা চ্যালেঞ্জ গ্রহন করবে তাদের জন্য আছে ঝংকার মাহবুব ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার। আরও আছে... অনেককিছু।
বইটি পড়লে অনেক ভালো লাগবে, হতাশা দূর হবে এবং আত্নবিশ্বাস বাড়বে।
হ্যাপি রিডিং!
*প্রথম কয়েকটি পেজ পড়তে চাইলে উপরে বইয়ের নামের উপর ক্লিক করেন। বইটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে রকমারি রিভিউগুলা পড়ে দেখতে পারেন।