Musfiqur Rahman Rumman
Book Review- #Recharge_Your_Down_Battery !
Book Writer- Jhankar Mahbub vai.
Opinion by- Musfiqur Rahman Rumman.
প্রথমেই বলতে চাই বইটি আমাদের বয়সী পোলাপানদের পড়া উচিত। এই বইটিকে শুধু বই মনে করলে ভুল হবে। কারণ আমার মতে, এটি শুধু বই নয়, এটি আমাদের বয়সী পোলাপানদের জন্য পরামর্শ আর বুদ্ধির গাছ যা আলাদীনের চেরাগের মতো বলা যায়!
সিরিয়াসলি বলছি, এই বইটি পড়ে নিজেকে রিফ্রেশ করা যাবে, যেমনটা তোমরা কম্পিউটারে বার বার রিফ্রেশ মারো!
এই বইয়ের মেইন আকর্ষণ হচ্ছে এইখানে নিজের লাইফের ব্যাটারি চার্জ পরিমাপ করা যায় কিছু শর্তের মাধ্যমে। কিন্তু দুঃখের কথা কি বলব, আমার লাইফের ব্যাটারি চার্জ মাত্র ৫০%!! বুঝসি ডেভেলপ করতে হবে।
দিনরাত বাপ-মা আর টিচারদের একই ধরণের অপ্রিয় কথা শুনতে শুনতে যদি তোমরা বোরিং হয়ে যাও তাহলে এই বইটি কাজে দিবে বলে মনে করছি...
Awesome বই Jhankar Mahbub ভাই।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]