ঝংকার মাহবুব ভাইয়ের লেখা অনেক দিন থেকে পড়ছি। ভাইয়ের লেখা পড়ে নিজেকে আরো ভাল অবস্থানে নিয়ে যেতে পারি। সত্যি বলতে, ভাইয়ের জীবন সম্পর্কে মোটিভেশনাল লেখাগুলো কি পরিমান যে কাজে লাগে তা বলে বুঝাতে পারবোনা!
ভাললাগার, শেখার, জানার সব কিছুই আছে বইটাতে, আর আরো মন কেড়েছে ভাইয়ের মাকে উৎস্বর্গকৃত মনোমুগ্ধকর সুন্দর কথা গুলো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর বই উপহার দেওয়ার জন্য। আমরা আপনার কাছে আরো নতুন নতুন জাদু দেখতে চাই।
জীবনকে এগিয়ে নেওয়ার, ক্লাশে প্রথম হওয়ার উপায় নিয়ে এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে ঝংকার মাহবুব ভাইয়ের রিচার্জ your ডাইন ব্যাটারি। আশা করি বইটা সবার উপকারে আসবে।
স্টল নং-৩২৬,৩২৭,৩২৮। ধন্যবাদ ভাইয়া।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]