Summary of রিচার্জ your ডাউন ব্যাটারি

Mehedi Hasan

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

আমারা সকলেই চাই সফল হতে,স্বপ্নের আকাশ আমরা চুয়ে যেতে চাই, আবার কেউ আছে স্বপ্ন ই দেখি না (ভয়ে অথবা অজুহাত দেখিয়ে)। আবার আমরা যারা স্বপ্ন দেখি, কেউ হয়ত তা বাস্তবায়নের জন্য কাজে লেগে পড়ি, কেউবা শুরু করে মাঝপথে থেমে যাই,আবার কেউবা শুরুই করি না। #রিচার্স Your ডাউন ব্যাটারি হলো এই মানুষগুলোর হৃদয়কে পূনকম্পিত করে শরীর ও মনের সেল গুলোতে কারেন্ট স্বঞ্জয় করার Capacitor. বইটির সারাংশ হিসাবে যাহা উপলব্দি করতে পারলাম।তা হল, আমাদের জীবনে সুখ-দুঃখ, খারাপ-ভাল সময় আসবেই। এটাই পৃথিবীর নিয়ম। তবে আমাদের খারাপ সময়গুলো কে জীবনের সাথে টেনে না গিয়ে সেখানেই Stop করে দিতে হবে। আমাদের জীবনের ফ্যাশন/লক্ষ্য নির্ধারন করতে হবে, সেই অনুযায়ী কাজে নেমে পড়তে হবে। এই Journey তে আমাদের অনেকই উপহাস করবে, আমারা ব্যর্থ হব, অপমানিত হব, নিঃস্ব হয়ে যাব। তবু্ও আমাদের হাল ছাড়া যাবে না। তাহলে আমাদের সফলতার ‘স' টা দেখতে পারব। আর বিপরিত হলে সর্বহারার ‘স' টা অমাদের কুপে পেলে দিবে। বইটির পূনরাবৃত্ত কথাই হচ্ছে, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে সামর্থ্য অনুযায়ী সব্বোচ্চ কিন্তু সেই লক্ষ্য পৌছানোর জন্য আমাদের lift ব্যাহার না করে stair ব্যাহার করতে হবে। অর্থাৎ লক্ষ্যাটাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে বুদ্ধিদৃপ্ত পরিশ্রম করে প্রতিটা ধাপ অতিক্রম করতে হবে। তাহলে যেমন কাজাটা করে অন্ন্দ পাওয়া যাবে, তেমনি সফলতা ও অর্জিত হবে। আর নিজের কাজগুলোর জন্য নিজেকে নিজেই পুরষ্কৃত করতে হবে, কেননা আমাদের সফলতায় অন্যর পুরষ্কৃত করার চেয়ে তিরষ্কৃত ই বেশি করবে। আর এটাই বাস্তবতা। আর এই সব করার জন্য আমাদের যেটি করতে হবে, তা হল #সময় নিয়ন্ত্রন।

অনেক দিন ধরে মটিভেশনাল কিছু লিখব বলে ভাবছিলাম, কিন্তু লেখা আর হয় নি। সো এই বইটি নিয়ে লিখতে গিয়ে লেখালেখির আইডিয়াটা আমি achieve করেছি, সো এইটা ও আমার সফলতা।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]