পুংটা পুংটা পোলাপাইনদের জন্য দারুন একটা বই

Maruf Morshed

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

হিমু পরিবহনে কে জানি ক্ষমতা চায়, কি একটা পরীক্ষা দিয়ে। তার প্রতি উপদেশঃ 
প্রিমিয়ার লিগের খেলা, লম্বা লম্বা সিরিয়ালের সিজনগুলা, হিট খাওয়া মুভিগুলা এক একটা প্লাস্টিকের ফুল। এরা কখনোই মলিন হয়না। জিদান গেলে, রোনালদো আসে। রোনালদো গেলে, মেসি আসে। মেসি গেলে অন্য আরেক রোনালদো আসবে। সে গেলে আরেক রেকর্ড ব্রেকার আসবে। কিন্তু তোর জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, তা আর ফেরত আসবে না। 
জাস্ট ৫ স কাজ করলেই হবে। 
প্রথম স হচ্ছে সময়ঃ 
আড্ডা, মাস্তি, পার্টি, ঘোরাঘুরি, সব কমিয়ে লক্ষ্য অর্জনের পেছনে সময় দিতে হবে। তোর যেমন ২৪ ঘন্টায় এক দিন হয়, সফল মানুষদের ও ২৪ ঘন্টায় এক দিন হয়। তারপর ও তারা সফল। কারন সারা দিনের মধ্যে যতটুকু সময় পায় সেটা কাজের পেছনেই লাগায়। তোর মতো চৌত্রিশটা জিনিসে ঠুসা দেয় না। 
দ্বিতীয় স হচ্ছে স্কিল
জীবনে যা ই করতে চাস না কেন তোকে স্কিল ডেভেলপ করতেই হবে। ইংরেজীতে কথা বলতে পারার স্কিল থাকবে সবচেয়ে উপরে। ইংরেজীতে রিপোর্ট এবং ইমেইল লিখতে পারা। অন্যের লেখা রিপোর্ট পড়তে পারা, বুঝতে পারা। তার পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। ভদ্র ভাষায় যাকে বলে নেটওয়ার্কিং। 
এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর সাথে যুক্ত থাকতে হবে। বিভিন্ন ওয়ার্কশপ,সেমিনার, কম্পিটিশনের পার্টিসিপেট করতে হবে। কোনো একটা অর্গানাইজেশনের দায়িত্ব নিতে হবে। 
তৃতীয় স হচ্ছে স্টেপঃ
তুই এক লাফে আসমানে যেতে পারবিনা। একটা একটা করে সিড়ি পার হয়েই উঠতে হবে। 
চতুর্থ স হচ্ছে সাহসঃ 
শুরু করলেই হোচট খাবি, ব্যার্থ হবি। লোকজন নাক সিটকাবে, টিটকারি মারবে, ফ্যামিলি বাধা দিবে, গার্লফ্রেন্ড মন খারাপ করবে। তারপরেও স্বপ্নের পিছনে ছোটার সাহস রাখতে হবে। 
পঞ্চম স হচ্ছে সাধনাঃ 
একবার দুইবার খোচা দিয়ে দুই একটা চার ছয় পিটানো যায়, কিন্তু সেঞ্চুরি করা যায় না। সাধনা করতে হবে। শ্রম দিতে হবে। শ্রমের দম যত বেশি হবে, শ্রমের দাম তত বেশি হবে। তবে দুই একবার ব্যার্থ হলেই টিভি সিরিয়ালের পুরা সিজন আর বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি নিয়ে বসলে, অলিল খলিল হইতে পারবে, মাগার অনন্ত জলিল হইতে পারবিনা। 
সো ছোট ছোট স্টেপ বের করে, সময় নিয়ে সাহসের সাথে সাধনা করতে পারলেই, সফলতা আসবে। লাইফটা ঝাক্কাস হয়ে উঠবে। 
রিচার্জ your ডাউন ব্যাটারি। পুংটা পুংটা পোলাপাইনদের জন্য দারুন একটা বই। হয়তো কথাগুলোতে তেমন গভীরতা নেই, দিনশেষে হয়তো মস্তিষ্কে তেমন পাকাপোক্ত হবেনা। মনে হবে-কি সব হালকা কথা। কিন্তু ঝংকার তুলবে মনে। একটু সাহস জাগাবে। 

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]