বুক রিভিউঃ 'রিচার্জ your ডাউন ব্যটারি'

Nuhiatul Islam Labib

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

একটি মোটিভেশানাল বই পাঠকদের কাছে এত সুন্দর করে উপস্থাপন করা যায় তা জানা ছিল না। আমার কাছে বেশ ভালো লেগেছে বইটা। সত্যি বলতে এর আগে ভাইয়ের নাম অনেক শুনলেও প্রোগ্রামিং নিয়ে অতোটা আগ্রহ না থাকায় উনার কোনো বই কেনা হয় নি। তবে এই বইটি পড়ে রীতিমতো উনার ভক্ত হয়ে গিয়েছি। সত্যিই সুন্দর। বইটিকে যদি নাম্বার দিতে হলে চোখ বন্ধ করে ৮/১০ দেব।

বইটিতে ‘মাসুম ভাই' ভার্সিটির একজন বড় ভাই। শুধু বড় ভাই বললে ভুল হবে বরং একজন উদার মনের ভালো মানুষের চরিত্রে দেখা গিয়েছে তাকে। ভালো মানুষ বলার কারণটা একটু ভেঙে বলি। গল্পে মাসুম ভাইকে একজন ফ্রি মোটিভেশানাল স্পিকার রুপে দেখা গিয়েছে। গল্পে তাকে ছোট ভাইদের কিছু কমন সমস্যা বেশ সুন্দর ভাবে সমাধান দিতে দেখা গিয়েছে। ঢাকায় বর্তমানে বিনামূল্যে পানিও পাওয়া যায় না তাই ভালো মানুষ খেতাবটা তিনি পেতেই পারেন।

বইয়ের মজার ব্যাপার হলো বইটি কাঠখোট্টা ধরণের না। গম্ভীরও না বরং বইটি পড়ে বেশ আনন্দ পাবেন। আরো যেটা ভালো লেগেছে বইয়ের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিজের সাথে রিলেট করা যায়। মনে হয় ,আরে এ দেখি আমার সমস্যার সমাধান। আরেকটা মজার ব্যাপার হলো পুরো বইটি আড্ডা করতে করতে কেটে যাওয়া কিছু যুবকের কথোপকথন দিয়ে। আপনি যদি কোনোভাবে দু-তিন পৃষ্ঠা ধৈর্য্য ধরে পড়ে যেতে পারেন তাহলে বাকি পুরো বইয়ের মাঝেই আনন্দ খুঁজে পাবেন।

তবে একটা ব্যাপার বাচ্চা বাচ্চা লেগেছে। অন্যদের কাছে নাও লাগতে পারে। একেকটা অংশ শেষে লেখক কিছু ছন্দ ব্যবহার করেছেন। যেমনঃ সাবজেক্ট ক্যারিয়ারের জন্য বেরিয়ার না’। কথা গুলো নিঃসন্দেহে ভালো। কিন্তু খানিকটা ছেলেমানুষি মনে হয়েছে আমার কাছে।

বইয়ের পৃষ্ঠার নিচে কিছু বিখ্যাত মানুষের ইংরেজিতে উক্তি রয়েছে। ব্যাক্তিগতভাবে ব্যাপারটা ভালো লেগেছে। আর প্যাঁচাবো না রিভিউ এবারবইয়ের ফিনিশিং বেশ ভালো লেগেছে। বইয়ের শেষভাগে ‘লাইফের ব্যাটারি চার্জ মাপো’ নামকএকটা ছোট পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা দিয়ে সত্যিই মজা পেয়েছি। যদিও খুব একটা ভালো মার্ক্স আসে নি তবুও ভালো লেগেছে।

আর সবশেষে স্পেশাল পুরুষ্কারের একটা অফারও দিয়েছেন লেখক। ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে। কি করলে সেই পুরুষ্কার পাবেন তা না হয় বই কিনেই দেখে নিবেন।

আপনি যদি অতি আগ্রহ নিয়ে চোখ বড় বড় করে পুরোটুকু পড়ে যেতে পারেন তবে পড়া শেষে নিজেকে শুধরে নেবার প্রবল এক উত্তেজনা অনুভব করতে পারবেন। আর সেই উত্তেজনা সাথে আগ্রহও নিজের মাঝে ধরে রাখতে পারলে অল্প কদিনেই হয়ত নিজের মাঝে পরিবর্তন অনুভব করবেন।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]