"রিচার্জ Your ডাউন ব্যাটারি"
এই বইটি আসলেই এর নামের সাথে যথার্থ কার্যকরী। কারণ বইটি কয়েক দিন আগে বইমেলা থেকে এই বইটি কিনেছি কিন্তু এখনও শেষ করতে পারি নাই।কীভাবে শেষ করব বইটি একটি চ্যাপ্টার শেষ করতে না করতেই আমার মনের ব্যাটারি চার্জ হয়ে যায় আবার যখন চার্জ দরকার হয় ফিরে আসি।এই বইটি সবচেয়ে কাজে লাগবে আমাদের মত ছাত্রছাত্রীদের কারণ এই বইটি তে দেওয়া আছে কীভাবে আমরা আমাদের জীবনের সমস্যা গুলো সমাধানের করতে পারি। কীভাবে আত্মবিশ্বাস বাড়াবো, কীভাবে বিভিন্ন চাপ মোকাবিলা করব, আর এখানকার সবচেয়ে বড় সমস্যা কিছু ভাল লাগে না রোগের সমাধান। আর কিছু বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই আমাদের মত ছাত্রছাত্রীদের এই বইটি অব্যশই পাঠ করা দরকার। আর বইটির উপস্থাপন খুবই সাবলীল
আমার মতে এই বইটা #Self motivation এর জন্য বাংলায় এখন পর্যন্ত শ্রেষ্ঠ বই।
যার যার মনে হচ্ছে আমি অতিরঞ্জিত কিছু বলছি তারা বইটি পড়ার পর আমার সাথে কথা বইলেন।
ধন্যবাদ বইটির লেখক আমার প্রিয় ব্যক্তিত্ব #ঝংকারমাহবুব ভাই আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজ পাব আপনার কাছ থেকে।
তো আর কি আপনি ও আপনার ডাউন ব্যাটারি রিচার্জ করুন।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]