বইটি দুই চাকার সাইকেলের চাকার হাওয়ার মতো

খালেদ মোশাররফ

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

মানুষের ফাস্ট চার্জার... 
প্রিয় লেখকের প্রিয় বই
#রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি। লিখক:ঝাংকার মাহবুব। এই বইটি একের পর এক অনেক আগ্রহের সাথে পড়েছি। একজন মানুষের দ্রুত পজিটিভ পরিবর্তনের জন্য বইটি যথেষ্ট ভূমিকা রাখেবে বলে আমি মনে করি।একটি মোবাইলের ফাস্ট চার্জার যেভাবে মোবাইলে দ্রুত চার্জ করে। ঠিক একই ভাবে একজন মানুষ কে চার্জ দিয়ে মান উন্নয়ন করে #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি নামের বইটি।

অন্যভাবে বলতে গেলে বইটি দুই চাকার সাইকেলের চাকার হাওয়ার মতো। কারণ সাইকেলের চাকায় হাওয়া না থাকলে সাইকেল যেমন সামনে চলতে/ আগাইতে পারেনা।একই ভাবে মানুষ ও দুই চাকার (পায়ের) সাইকেল। মানুষ ও অনুপ্রেরণা না পেলে সাহস না পেলে হতাশায় ভোগলে সামনে আগাইতে পারেনা। 
এ জন্য আমি মনে করি #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি বইটি সাইকেলের চাকার হাওয়ার মতো। কারণ হাওয়া থাকলে সাইকেল যেমন সামনে চলতে/আগাইতে পারে। 
রিসার্জ_Your_ডাউন_ব্যাটারি বইটি সাথে থাকলে মানুষ ও সামনে আগাইতে পারবে বলে আমি মনে করি কারণ এতে হাই স্পিড হাওয়া আছে।

এতো কম দামে এরকম একটা ভাল বই পেয়ে যাবো সেটা আগে কখনো ভাবিনি । এবং বইটি পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি এবং পজিটিভ পরিবর্তন হয়েছি। বইটি পড়ার সময় আমার মনে হয়েছে খুব কাছের কোন বড় ভাই আমাকে পরামর্শ দিচ্ছে এবং অনুপ্রাণিত করছে। প্রতিটি বিষয়ের মূল আলোচনার আগে বড় ভাই আর ছোট ভাই নিয়ে কথোপকথনটা খুবি ভাল লেগেছে আমার। সব মিলে চমৎকার একটা বই #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি। এরকম একটা বই হাতের কাছে রাখতে পেরে আমি অনেক খুশি।
ধন্যবাদ প্রিয় লিখক ঝাংকার মাহবুব।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]