যেন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছে

Jahedul Hasan

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বুক রিভিউ-(০১)
"রিচার্জ Your ডাউন ব্যাটারি"
-ঝংকার মাহবুব

বইটা হাতে পেয়ে অনেক ভাল লাগলো।
আমার ব্যাটারি একদম Low বললেই চলে। একদিকে সামনে আবার পরিক্ষা! মহাঝামেলায়।
কিন্তু তাতে কি? যদি পাশে থাকে আলোচ্য গল্পে মাসুম ভাইয়ার মতো Guideline! যেমনিভাবে তিনি আলোচ্য গল্পের ছাত্র আবিরকে টিপ্স্ দিচ্ছিলেন- কিভাবে ভাল রেজাল্ট করতে হয়, কিভাবে জীবনে উন্নতি করতে হয়, কিভাবে হতাশার করিডোর থেকে বের হতে হয় আর কিভাবে সাফল্যের চূড়ায় আরোহন করতে হয়।
এমন একটা Guideline আমারও দরকার ছিল, যা আমি ফেলাম আমার প্রিয় ব্যক্তিত্ব- ঝংকার মাহবুবের কাছ থেকে।
পরিক্ষার আগে আমার মাঝে কিছু জিনিসের অভাব ছিল, বিশেষ করে কন্ফিডেন্সের অভাব ছিল। কিন্তু এই বইটি যেন আমার হয়ে কথা বলছে, বইটি যেন বলছে- তোমাকে উন্নতি করতে হলে আরো চেঞ্জ হতে হবে, একবার না পারিলে দেখ শতবার।
বইটিতে আরো বেশী ভাল লেগেছে- লেখকের "তুই" শব্দের সম্বন্ধটটা, যেন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছে।
সবশেষে বইটি আমার জন্য এ বছরের অন্যতম সেরা উপহার।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]