নবায়নযোগ্য শক্তির মত কাজ করবে

Digonto Biswas

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বই রিভিউ
#রিচার্জ_your_ডাউন_ব্যাটারি
writer: #Jhankar_Mahbub
রিভিউদাতাঃ #Digonto_Biswas(হাবলু)
ভাইয়ের ভিডিওতে অনেক সময় দেখি।আবার ২০১৮ বই মেলায় প্রকাশিত #Jhankar_Mahbub ভাইয়ের বইতেও দেখলামঃ

কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেজ......।
আসলে আমি গত ২৩ তারিখ রাতে wikipedia তে ঢুকলাম দেখলাম প্রতিযোগিতা চলছে।but যে সকল টপিক আছে আমি ঐ সব সম্মন্ধে ভাল জানি না আর আমার আসে পাশে ঐ সবের বই বা কেউ সাহায্য করতে পারবে দেখছি না।
তখন খুব খারাপ লাগল, পারব না।তবে ভাই তো বলেছে কনফিডন্সের বড়ি গেল...।হাল ছাড়া যাবে না।ঠিক তখন মনে পরল ভাইয়ের এই কথাটাঃ 
কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেজ......। 
এটা সম্মন্ধে #রিচার্জ_your_ডাউন_ব্যাটারি বইয়ের ৮৫ নাম্বার পেইজে বর্ননা করা আছে।আবার ভাই আরে একটা কথা বলে যার কেউ নেই তার গুগল আছে। তাই আমি গুগলে সার্চ করে কপি করা শুরু করলাম।তারপরে আমার ল্যাপটপের নোটপ্যাড এ রাখলাম যেখান থেকে যে তথ্যই পেয়েছি।এবার এখান থেকে কিছু তথ্য রাখলাম আর কিছু বিয়োজন করলাম এবং নিজেও কিছু যোগ করলাম।শেস পর্যায় দেখলাম ভালাই হয়েছে।
তবে কপি করতে গিয়ে কিছুটা অভিজ্ঞতাও হয়েছে আর ঐ সম্মন্ধে কিছু জানতেও পেরেছি।যাই হোক আশা করি এবার এটা দেওয়া যাবে।
এছাড়া যেকোজ কাজ করার সময় আমি বলতাম কালকে করব but আমার কাল আর হত না।আর ভাইয়ের বই পরে এটাও বুজলাম যে, যা করার এখনি করতে হবে।নয়তো কাল আর হবে না আর কাজও শেষ হবে না।
তবে বইটি পরে অনেক সমস্যার সমাধান পেলাম।আমার friend কে একটা gift করলাম ও বলল যে, ওর বইটা অনেক উপকারে আসছে। আশা করি আমার ও আমার friend এর মত অনেকেই, অনেক সমস্যার সমাধান পাবে।
এক ভাই বলল যে বইটা ইমারজেন্সি POWER BANK এর মত কাজ করবে।তবে আমি মনে করি সৌর শক্তির মত কাজ করবে,নবায়নযোগ্য শক্তির মত কাজ করবে।
তাই ভাইকে এজন্য ধন্যবাদ যে, ভাই আমাদের মদ্ধে এমন একটি মোটিভেশনাল বই্ট প্রকাশ করেছে।

ধন্যবাদ #Jhankar_Mahbub ভাই।love you #Jhankar_Mahbub ভাই......।

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]