বইমেলা ২০১৮: বই রিভিউ ২
রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি- Jhankar Mahbub
বইটা এক কথায় দারুণ! যেমন অসাধারণ উপস্থাপন ভঙ্গি, তেমন কার্যকরী বিষয়বস্তু। ঝংকার ভাইয়ের লেখাগুলো পড়ার সময় মনে হয় – কী সুন্দর করে গোছানো ওনার সব ব্যাপারগুলো। তুই তোকারি ভাষায় একটা পুরো বই লিখে ফেলার সাহস সবাই করবে না। ঝংকার ভাই সেটা করেন এবং করে দেখান এটাই ‘আধমরাদের ঘা মেরে বাঁচানোর’ মোক্ষম অস্ত্র। ব্যাটারি ডাউন মানুষের সংখ্যা আমাদের চারপাশে অনেক। জীবন নিয়ে দুশ্চিন্তা সবার- কী করবে না করবে বুঝতে পারে না বেশিরভাগই মানুষ। তাদের জন্য বইটা এনার্জি ড্রিংকের মতো কাজে দেবে। সব শেষে একটা ব্যাটারি দেয়া আছে, দেয়া আছে চার্জ মাপার উপায়। আমি নিজে মেপে পেলাম ৫৫ পারসেন্ট চার্জ আছে আমার। ঝংকার ভাইয়ের মতে এটার মানে অনেকটা এমন- ভালো তবে আরও ভালো করতে হবে। খুবই মজা পেয়েছি।
অনুপ্রেরণামূলক বইগুলোতে অনেক ক্ষেত্রেই বলা থাকে- কোনটা ঠিক, কোনটা ঠিক না। কী করা উচিৎ তার একটা দূরের ছবি দেখানো থাকে কিন্তু এই মুহূর্তে কী কী করতে হবে সেটা থাকে না। একটা সমস্যা থেকে বের হতে গেলে ঠিক ঠিক কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ, এই বইটায় ভাইয়া সেটা বলেছেন। জীবনের প্রায় চল্লিশটা সমস্যার কথা বলেছেন এবং স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কী করতে হবে।
সব মিলিয়ে পাঠানুভূতি চমৎকার! শুভকামনা বইয়ের জন্য এবং বইয়ের লেখকের জন্য।
বইটি পাওয়া যাচ্ছে আদর্শ এর ৩২৬-৩২৮ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডট কমে অর্ডার দেয়া যাবে এই লিঙ্কে https://www.rokomari.com/…/%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A…
পরবর্তী রিভিউ: বিজ্ঞানীদের কাণ্ডকারখানা- রাগিব হাসান
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]