বুক রিভিউঃ 'রিচার্জ your ডাউন ব্যটারি'

Mohammad Ridwan Arif

রিভিউঃ মূল পাতা
বইটি সম্পর্কে বিস্তারিত

বইটি পড়ার পড় রিভিউ দেয়ার সাহস হারিয়ে ফেলেছি। ঝংকার মাহবুব যে শুধু একজনই তার প্রমাণ পেলাম আজকে!

বইয়ের প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠায় এত মজা করে, এত হাস্যরসের সহিত তিনি আমাদের তরুন সমাজের ভুলগুলোকে তুলে ধরেছেন, এর আগে কোন মোটিভেশনাল বইতে আমি পাইনি। সাধারণত, মোটিভেশনাল বইগুলো একটু গম্ভীর টাইপের হয়, কিন্তু এটা সম্পূর্ণ বিপরীত। তিনি শুধু সমস্যা গুলোই তুলে ধরেন নি, এগুলোর সমাধানও দিয়েছেন মাসুম আর আবির নামের দুইজন বক্তার মাধ্যমে! শেষের দিকে আবির এর নামের সাথে স-যুক্ত হয়ে সাবির হয়ে যায়, কারণ আবির এখন নিজেই মাসুমের মত সবাইকে ভাল কাজের উৎসাহ আর জীবনের নানাবিধ সমস্যা উত্তরণের পথ বাতলে দেয়!

সবচেয়ে মজার বেপারটি হল- ঝংকার মাহবুব যে একজন কবিও বটে সেটা আজকে জানতে পারলাম, এমন কবি যে বইয়ের কোথাও তিনি একটা কবিতাও উল্লেখ করেননি বা লিখেন নি। তবে আমি তাকে কেন কবি বললাম? সেটা বইটা পড়লেই জানতে পারবেন।

সবশেষে বলতে চাই-
"মন খারাপ করা মরন-ব্যাধি
রিচার্জ ইয়র ডাউন ব্যাটারি"

রিচার্জ your ডাউন ব্যাটারি

লাইফকে লাইনে আনার জন্য। পিছিয়ে পড়েও সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে নিজেকে বের করে আনার জন্য বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

বই

মজায় মজায় প্রোগ্রামিং শিখতে, হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

প্রোগ্রামিংয়ের বলদ টু বস বই

মাস্তি করতে করতে বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যাওয়ার বইটি রকমারি থেকে সংগ্রহ করো-

FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]