The shortest path for ফাঁকিবাজ
৯.১: ফ্রি ফ্রি শিন্নি ( চাল আর চিনি দিয়ে বানানো পায়েশ) খাওয়ার জন্য কয়েকজন মিলে লাইনে দাঁড়ায় গেছস। এই লাইনের সিস্টেম হচ্ছে যে আগে কলা পাতা হাতে নিয়ে দাঁড়াবে তাকে আগে শিন্নি দেয়া হবে। এই যে- 'আগে আসলে আগে পাবে' এইটা কোন ডাটা স্ট্রাকচারের সিস্টেম?
৯.২: শিন্নি কিউ (shinnirLine) নামে একটা কিউ(Queue) ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার কর
৯.৩: শিন্নি কিউতে তোর সব কিপটা ফ্রেন্ডের নাম যোগ কর।
৯.৪: শিন্নি কিউ থেকে, কিউ ডাটা স্ট্রাকচারের সিস্টেম অনুসারে তোর লাইনের প্রথম যে আছে তাকে বের করে দে
৯.৫: এখন কিউ ডাটা স্ট্রাকচারের সিস্টেম অনুসারে, তোর loveBike কিউের সর্বশেষ উপাদানটাকে বের কর।
৯.৬: এক সাথে পাঁচজনের বাথরুম চাপছে। কিন্তু সমস্যা হলো-বাথরুম একটা। তাই যে যার আগে দৌড়ে গিয়ে বাথরুমের সামনে গিয়ে সিরিয়াল দিছে। এই যে বাথরুমের সিরিয়াল বা বাথরুমের লাইন। এইটা কোন ডাটা স্ট্রাকচার ফলো করবে?
৯.৭: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- কিউ জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।
পরবর্তী ধাপ: dictionary প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]