The shortest path for ফাঁকিবাজ
১০.১: বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বললে কারো নাম ঠিকানা বের করে ফেলা যায়। এই যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের সাথে নাম, ঠিকানার সম্পর্ক। এইটা কোন ডাটা স্ট্রাকচার এর সাথে তুলনা করা যায়।
১০.২: key-value জিনিসটা কি
১০.৩: ডিকশনারি ডাটা স্ট্রাকচার কি জিনিস
১০.৪: হ্যাশ টেবিল ডাটা স্ট্রাকচার কি জিনিস
১০.৫: হ্যাশ ফাংশন (hash function) লিখে গুগলে সার্চ দিলে কি পাওয়া যায়।
১০.৬: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- ডিকশনারি জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।<
পরবর্তী ধাপ: search প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]