সার্চ প্রাকটিস

The shortest path for ফাঁকিবাজ

প্রাকটিসের মূল পাতা

প্রথমেই নিজে নিজে উত্তর দেয়ার চেষ্টা করো। না পারলে, অন্যদের উত্তর দেখে নিজের মতো উত্তর দেয়ার চেষ্টা করো। সেটাও করতে না পারলে, একদম পেইজের নিচে গিয়ে বিস্তারিত কমেন্ট করো।

১১.১: অ্যালগরিদম জিনিসটা কি। এইটা দিয়ে কি করে।

১১.২: বুকস (books) নামে একটা array ডিক্লেয়ার কর। যেখানে ৫টা বিভিন্ন নামের বই থাকবে।

১১.৩: এখন একটা for লুপ দিয়ে তোর books নামক array এর মধ্যে ICT নামক বইটা আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম লিখ।

১১.৪: indexOf ব্যবহার করে তোর books নামক array এর মধ্যে ICT নামক বইটা আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম লিখ।

১১.৫: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- সার্চ অ্যালগরিদম জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।

পরবর্তী ধাপ: Sort প্রাকটিস




কোন সমস্যা বা বুঝতে প্রব্লেম হলে এইখানে কমেন্ট করো।

Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]