The shortest path for ফাঁকিবাজ
১১.১: অ্যালগরিদম জিনিসটা কি। এইটা দিয়ে কি করে।
১১.২: বুকস (books) নামে একটা array ডিক্লেয়ার কর। যেখানে ৫টা বিভিন্ন নামের বই থাকবে।
১১.৩: এখন একটা for লুপ দিয়ে তোর books নামক array এর মধ্যে ICT নামক বইটা আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম লিখ।
১১.৪: indexOf ব্যবহার করে তোর books নামক array এর মধ্যে ICT নামক বইটা আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা প্রোগ্রাম লিখ।
১১.৫: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- সার্চ অ্যালগরিদম জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।
পরবর্তী ধাপ: Sort প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]