সব কিছুই আমার কাছে variable। এইটা আমি আবার সংক্ষেপ করে বলি var (মানে variable এর প্রথম তিনটা লেটার )"
একদম পানির মতো সহজ।
কোনো সংখ্যা লাগলে লিখবা var x =5; আবার var y =10;
আবার দুইটা যোগ ও করে ফেলতে পারো var z=x+y;
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(z);
একইভাবে আমি কোনো টেক্সট বা স্ট্রিং ও ব্যবহার করতে পারি। এই যেমন,
var str ="my awesome string";
var str2 ="another string";
চাইলে স্ট্রিং দুইটারেও জোড়া দিতে পারো
var newStr = str +str2;
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(newStr);
আবার একই জায়গায় সত্য মিথ্যাও রাখতে পারো। যেমন,
var amiValo =true;
var tumiKharap = false;
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(amiValo);
কোনো দুইটা জিনিস তুলনা করার জন্য অনেক উপায় আছে
এই যেমন,
var x =3;
var y =5;
== দুইটা সমান চিহ্ন দিয়ে তুলনা করি সমান কিনা
!= একটা আশ্চর্য ও একটা সমান চিহ্ন দিয়ে তুলনা করি অসমান কিনা
x>y দেখি x, y এর চাইতে বড় কিনা
x
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(x==y);
আমি কিন্তু যে যেরকম তাকে সেরকম ভাবে দেখি।
তাই x আর X আমার কাছে এক নয়
X বড় হাতের, x ছোট হাতের
তাই এই দুইটা সমান নয়
মোদ্দাকথা আমি কেইস সেনসিটিভ (উল্টা পাল্টা কেইস নিয়ে আমার কাছে আসবেন না )
var first = "x";
var second = "X";
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(first==second);
তোমার যদি এক টাইপের জিনিস অনেকগুলা থাকে।
এই যেমন ধরো তোমার অনেকগুলা সংখ্যা আছে।
তাইলে তুমি পন্ডিত অনেকগুলা var লিখতে পারো। যেমন,
var a=3; var b=5; var c=6; var d=9----
আমি গাধায় সেটা না করে array লিখি
array লিখতে হয় [ ] থার্ড ব্রেকেটের মধ্যে। যেমন,
var myArray = [3,5,6,9];
আর array এর প্রথম সংখ্যা পড়ার উপায় myArray[0];
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(myArray[1]);
সুধীমন্ডলী,
আমরা আজকের অনুষ্ঠানের শেষপ্রান্তে চলে এসেছি।
আমার সম্পর্কে আরো জানতে ক্লিক করুন