একজনকে জিজ্ঞেস করা হইলো- ভাই, আপনি কি করেন? সে উত্তর দিলো- আর বইলেন না ভাই। পোড়া কপাল আমার। কোন কিছু করতে না পেরে শেষপর্যন্ত আসছি বাসের হেলপারি করতে। সারাদিন বাসের বডি থাপড়াইতে থাপড়াইতে হাত ব্যথা হয়ে যায়। রাতে হাত মুষ্টি করে ভাত খাইতে পারি না। বায়ে প্লাস্টিক, ডাইনে সিএনজি বলতে বলতে গলা শুকিয়ে যায়।
একই প্রশ্ন তার পাশের জনকে জিজ্ঞেস করাতে সে বললো- আমি আপাতত বাসের হেলপারি করতেছি। এখন একটু কষ্ট হচ্ছে তবে ছয় মাস পরে কনট্রাক্টর হয়ে যাবো। আরো কিছুদিন পর একটু একটু করে স্টিয়ারিং ধরা শুরু করবো। দুই বছরেই ড্রাইভিং শিখে লাইসেন্স বের করে ফেলবো।
দুই জনের কন্ডিশন এক। কিন্তু দৃষ্টিভঙ্গি এবং চিন্তার স্টাইল আলাদা। এদের কথা শুনলেই বুঝা যায়, কে তিন বছর পরে বাসের ড্রাইভার এমনকি বাসের মালিক হয়ে যেতে পারে আর কে সারা জীবন ধুকে ধুকে মরবে। দুনিয়াতে বেচে থাকলে, ঝামেলা থাকবেই, সমস্যা, অভাব-অনটন থাকবেই। পরিস্থিতি মেনে নিয়ে ঝামেলার মধ্যেও যে রাস্তা খুঁজে বের করতে পারবে, সে ঠিকই বন্দরে পৌঁছে যাবে। আর জীবন নিয়ে যে ঘ্যানর ঘ্যানর করবে, জীবনও তার সাথে ঘ্যানর ঘ্যানর করবে।
হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]