বাধার কাছে পরাজয়

যত বেশি প্রশ্রয় দিবে, তত বেশি কুঁকড়ে খাবে

মানসিক অবস্থা রিলেটেড মূল পাতা

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়ের পরের বছর ২০০০ সালের চারটা ওয়ান ডে তে যথাক্রমে ৯ উইকেটে, ৮ উইকেটে, ২৩৩ রানে এবং ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। পরের কয়েকটি বছর কোনভাবেই পেরে উঠতেছিলো না। প্রায় সবকয়টি ম্যাচে গো হারা হেরেছিলো। যেমন, ১০ উইকেটে হেরেছিলো ৩ বার। ১০০ রানের নিচে অল আউট হয়ে গেছিলো ৬ বার। ৭৬, ৭৭, ৭৮ রানেও অল আউট হয়ে গেছিলো। আশা নিয়ে মাঠে নামলেও শূন্য হাতে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছিলো। ইনফ্যাক্ট ১৯৯৯ পরে ৫ বছর ধরে টানা ৪০ টি ম্যাচ হারার পরে পরবর্তী জয় পেয়েছিলো বাংলাদেশ।

আপনি জীবনে কয়বার গো হারা হেরেছেন? কতবার শূন্য হাতে মাথা নিচু করে ফিরে এসেও পরেরদিন আবার লক্ষে ঝাঁপিয়ে পড়েছেন? কতবার সব পরাজয় ভুলে, জয়ের আশায় মাঠে নেমেছেন? ডিফারেন্ট কিছু ট্রাই করতে কতবার নতুন করে শুরু করেছেন? কতবার উপহাস, টিটকারি, তেলাপোকাও একটা পাখি, শুনেও না শুনার ভান করে চেষ্টা চালিয়ে গেছেন? কতবার ব্যর্থতা নিয়ে লাইট অফ করে ঘুমানোর পরে, আবারও জেগে উঠেছেন, অন্যভাবে চেষ্টা করে দেখতে? পায়ের ক্ষতে মলম লাগিয়ে বন্ধ দরজাতে কতবার লাথি মেরেছেন? কতবার বাধাগ্রস্ত হয়েছেন বড় কথা নয়। বড় কথা হচ্ছে, কতবার নতুন করে শুরু করার চেষ্টা করেছেন। আবারো নতুনভাবে শুরু করার চেষ্টা না করলে, আপনার সারা জীবনের অর্জন হবে- "বাধার কাছে পরাজয়"

তাই, জীবনের গো হারা গুলিকে আলিঙ্গন করে, নব্য উদ্যমে বাধা অতিক্রমে ঝাঁপিয়ে পড়লে, টিম বাংলাদেশের মতো, আপনিও পারবেন বুক চেতিয়ে সিরিজ জয় করতে, বাংলা ওয়াশ করতে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]