প্রেমিকার বিয়ে

ফেইক লাভ গুরু - ৪

ফেইক লাভ গুরুর মূল পেইজ

প্রশ্ন::

8 (eight) bochor relation er por gf fb te sms diye bolce agami porshu amar biye.... then biye kore felece.... samne amar thesis defense... kichutei mon boshate parchi na.... vai emon kichu bolen jate sahosh fire pai

আমার সাথে চ্যাটিং::

আমি: ডিফেন্স কবে?

প্রেমিক: May, End of May.

আমি: মে মাসে ডিফেন্স আর আপনি এখন কনসেন্ট্রেশন নিয়ে টেনশনে পড়ে গেছেন?

প্রেমিক: Experimental work a onek pichiye porchi

আমি: আরে ভাই, সারা বছর ঠিক মতো কাজ করলে, দুই-তিন দিনে আপনি পিছায় পড়তেন না। আসল কথা হচ্ছে, সারা বছর ফাঁকিবাজি করছেন আপনি। আর দোষ প্রেমিকার উপর চাপায় দিয়ে নিজে সাধু সাজতে চাচ্ছেন!! সো, নিজের দোষ স্বীকার করেন।

প্রেমিক: Ha ha ha. Na vai

আমি: নিজে যেহেতু কাজ ঠিক মত করেন নাই। দোষ আপনার, আপনার প্রেমিকার না। সো, এখন কঠিন একটা রুটিন বানান। ল্যাব এ যতটুকু কাজ করা দরকার বা যতক্ষণ থাকা লাগবে, ঐ টাইমে ল্যাবে মাস্ট থাকতে হবে। যত ক্ষিধা লাগুক, যত বাথরুম চাপুক, ল্যাবের বাইরে যাওয়া যাবে না। এবং কাজ শেষ না হইলে খাওন নাই তো নাই। আপনার আজকের কন্ডিশনের জন্য আপনিই দায়ী, অন্য কেউ না। আজকে যদি আপনার গার্লফ্রেন্ডও আপনার সাথে থাকতো, আপনার কন্ডিশন একই থাকতো।

প্রেমিক: I m not accusing her.

আমি: আপনার বরং খুশি হওয়া উচিত। আপনার প্রেমিকা থাকলে, ফেইসবুকে ঝগড়া করতেন, ফোনে কথা বলতেন, ভাইবারে চ্যাট করতেন, এই উইশ, ওই উইশ, এই ডে, ওই ডে করতে করতে বছর শেষ। এখন আপনি আরো অনেক বেশি সময় পাবেন। আপনার কাজগুলি আরামসে শেষ করতে পারবেন।

প্রেমিক: why chole gelo...

আমি: যে চলে যাবার সে চলে যাবেই। চাহে, থিসিসের আগে বা থিসিসের পরে কিংবা বিয়ের পরে। যে, চলে যাবার সে চলে যাবেই।

প্রেমিক: Karon chara keu jay jantam na vai

আমি: কারণ একটাই। উনি আরো বেটার অপশন পাইছেন।

প্রেমিক: Nope

আমি: u r not the best person in the world.

প্রেমিক: Might be. But why

আমি: কারণ ধুয়ে আপনি পানি খাবেন? গলায় মেডেল হিসেবে ঝুলায় রাখবেন? বাসার দেয়ালে ফ্রেমে বাধাই করে রাখবেন? শুনেন, কারণ জানা না জানা দিয়ে, আউট-কাম চেইঞ্জ হবে না। সো, কারণ জানার জন্য টাইম ওয়েস্ট করবেন ক্যান?

প্রেমিক: should have thought about it

আমি: আপনি এক কাজ করেন। বাসার সিলিং এর দিকে তাকায় থাকেন। দাড়ি সেইভ না করে, মজনু হিসেবে ঘুরে বেড়ান।

প্রেমিক: Vai karon tai khujte cilam

আমি: ভাই, এখন কারণ খুঁজতে গিয়ে, উনি বা উনার ফ্রেন্ড, যাদের কাছে কারণ জানতে চাইবেন, তারা আপনাকে ইগনোর করবে, কল ধরবে না, মেসেজের রিপ্লাই দিবে না। আপনাকে অপদস্থ এবং নেগলেক্ট করার কারণে, আপনার মন আরো খারাপ হাবে। এইভাবে তিন-চার সপ্তাহ নষ্ট করবেন। এইসব করতে করতে মে মাস চলে আসবে, আপনার প্রফেসর বাবাজি মে মাসে আপনার থিসিস যখন ফাঁকা দেখবে। তখন, আপনার প্রেমিকার বিয়ের কারণ দেখে, উনি আপনাকে ডিগ্রী দিবে না। বড় জোড় পশ্চাদ দেশে একখান আঘাত করে, দেশে ফিরত যাওয়ার টিকেট ধরায় দিবে। একজনরে তো হারায়ছেনই, এখন ডিগ্রী/ক্যারিয়ারের চৌদ্দটা না বাজালে আপনার শান্তি হবে না। its ur life, u have to roll it...in the direction u want to roll.

প্রেমিক: Bujci vai....

আমি: all the best


FB post