ফেইক লাভ গুরু -৫
ekjon ke valobasi kintu take bolte parteche na... bujhi je tar joggo na... ta take bolar jonno cesta kortesi kintu parteche na... abar joto bar e vulte chai totobar e tar samne ase darai.... Ekhon bujhte partesi na ki korbo? Jake valobasi take ki bole dibo... ekhane o onek problem. reject hoyer chance 99.99999999999999999999999999999999999999999%.. Ami tar joggo na..Ekhon obostha holo na pari gilte na pari felte....ekhon ki korbo????????
Ekhon vaiya bolen ki kora uchit???
সমাধান একটাই, নিজের যোগ্যতা বাড়ান। নিজেরে যোগ্য করে তুলতে পারলে, এইটার চাইতে অনেক অনেক বেশি যোগ্য আপনার পিছে এসে ঘুরবে। আর যোগ্যতা না থাকলে একটা পিপড়া এসেও কামড় দিবে না (মিষ্টি কিছু নাই বলে)।
সিনেমা নাটকের ভালবাসা হয়, ইমোশন দিয়ে। আর বাস্তবের ভালবাসা, অনেক সময়, ইমোশনের চাইতে, লাভ-ক্ষতির হিসাব বেশি হয়।
ধরেন আপনি বলতে গিয়ে রিজেকশন খাইছেন। একেতো রিজেকশনের কষ্ট, তার উপর লজ্জা। অন্যরা হাসাহাসি করবে। চান্স পাইলে টিটকারী মারবে। এখন তাও ওর সামনে একটু আধটু আসতে পারতেছেন। তখন মোটেও আসতে পারবেন না। লজ্জায় মাথা হেট হয়ে যাবে। এইগুলার কোনটাই ভালো হবে না। আর প্রপোজ করে যেহেতু লাভ হবে না। তাই চেপে যান। একদম গিলে ফেলে, বাথরুমে ফ্ল্যাশ করে দেন।
প্রেম-পিরিতি ছেড়ে পড়ালেখা বা ভলান্টিয়ার বা নিজের প্যাশন রিলেটেড কিছু কাজকর্ম শুরু করেন বা টিউটোরিয়াল দেখেন।
শেষকথা: আজকে থেকে, রোমান্টিক হিন্দি সিনেমা দেখা বন্ধ। আর গান শুনলে, ওয়ান এন্ড অনলি, মান্না দে।