প্রেমের আবেগ আর পরীক্ষার চাপ

ফেইক লাভ গুরু -৩

ফেইক লাভ গুরুর মূল পেইজ

প্রশ্ন::

koyek mash dhore akta meyer best frnd chilam. ami abeg er boshe propose kore boshi. ami akhon intermediate 1st year a asi. ai first year er pura 6mash ami akhono akta line ow pori nai. gotow 31december amra decision a ashi j amra relation inter er por continue korbo. kintu amra abar relation a ferot aschi. akjoner proti akjon amra khub addicted. ami chai inter a akta valo result kora valo position a jiata. kintu ami kisui e portasi na. tak mon theke bhalobashte o pari na. abar breakup ow korte chai. kintu ami j karow proti khub shoj e addicted hoya jai

আমার উত্তর::

চান্দু, এত বেশি আবেগে ঢুলু ঢুলু হইলে, আবেগের বাসার দারোয়ান হইতে পারবা। অন্য কিছু হইতে পারবা না। ভালবাসলে সিরিয়াসলি ভালোবাসো, আর কনফিউশন থাকলে, আগেভাগে কেটে পড়। নচেৎ তোমারও ক্ষতি, সেই মেয়েটারও ক্ষতি। আর তুমি যেই লেভেলের প্রেমের সওদাগর, তোমার দ্বারা ছেড়ে আসা সম্ভব হবে মনে হচ্ছে না। আর এই বয়সে প্রেম ইগনোর করাও টাফ। তবে তোমরা একটা কাজ করতে পারো- কথাবার্তা কন্টিনিউ রেখে, দুইজনে সিদ্ধান্ত নিতে পারো- তোমরা ফোনে কথা বলার শুরুতে পড়ালেখা নিয়ে আলোচনা করবা। রোমান্টিক আলাপের আগে, পড়ালেখার আলাপ। (জিনিসটা খারাপ নাহ, এইটার মধ্যে পুষ্টি আছে)। রাত্রে কল করার একটাই শর্ত-কল করার আগে, ওই দিনের পড়া শেষ করে নিতে হবে এবং ফোন ধরেই সাথে সাথে, পড়া জিজ্ঞেস করবে। এমন শিক্ষা-কেন্দ্রিক প্রেম করতে না পারলে- আমও যাবে, ছালাও যাবে, বাপের হোটেলের ফ্রি ফ্রি খানাও যাবে।


FB post