বিচ্ছেদ নিয়ে ফ্রাস্ট্রেশন

ফেইক লাভ গুরু - ২

ফেইক লাভ গুরুর মূল পেইজ

প্রশ্ন::

now i am totally drowned. just a looser at my locked room. i dont know how will i attend my mid term or complete my papers......i am at a loss....please say something...even cant commit suicide cos i am the only child of my parents...what will i do????... i just wanna die.

আমার উত্তর::

তোর জীবনটা কি এতই সস্তা? তুই কি নর্দমার মশা? যার যখন খুশি থাপ্পড় দিয়ে মেরে ফেলবে? এই জন্য কি তোর বাপ মা তোরে পয়দা করছে? ঐ তিন চার বছরের প্রেমের চাইতে কি তারা তোকে কম ভালবাসা দিছে? তুই কার জন্য জীবন দিয়া দিতে চাস? সে কি তোকে সত্যিকারের ভালবাসছে? না, ভালবাসে নাই। আসলে তুই একটা ছাগল, মস্ত বড় ছাগল। সে তোকে সত্যিকারের ভালোবাসলে, তোর কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলতো না, তুই কেন পড়ালেখায় ভালো না, কেনো দেখতে ফর্সা না, ফ্যামিলি লেভেল কেনো এত উঁচু না। এইগুলা হচ্ছে ভালো না বেসে টাইম পাস করার সিগন্যাল। এখন তোর চাইতে ভালো কাউরে পাইছে তাই তোকে ডাস্টবিনে ফালায় দিয়া আরেকজনের গলায় ঝুলে পড়ছে।

তুই আসলেই বড়সড় রকমের গাধা। নাইলে, যে চলে গেছে তারজন্য খাওয়া-দাওয়া পড়ালেখা ছেড়ে, রুমের মধ্যে ঘাপটি মেরে, চোখের পানি ফেলতি না। নিজের জীবন শেষ করে দেয়ার কথাও ভাবতি না। শুন, কাউরে হাতে পায়ে ধরে ফিরায় আনলেও লাভ হয় না। যে যাওয়ার সে দুইদিন পরে ঠিকই চলে যাবে। সে কিন্তু আরামেই আছে আর তুই ধুকে ধুকে পচে নর্দমা হয়ে যাচ্ছিস। তোর জীবনে আর কিছু নাই? যে তোকে, তোর আবেগকে, তোর ভালোবাসাকে চার আনা দাম দেয় নাই, তাকে ছাড়া তোর জীবন চলবে না? তুই কি একা একা নিজের পায়ে দাড়াতে পারবি না? সে যখন ছিলো না তখন কি তোর জীবন চলে নাই? সে চলে গিয়ে তোর যতটুকু লস করছে, তার চাইতে বেশি লস করতেছস সেটাকে আগলে ধরে রেখে। যত নরম হবি, তত বেশি ক্ষতি হবে। তারসব কিছু বাথরুমে ফ্ল্যাশ করে দে। ফেইসবুকে, মোবাইলে, ইমেইলে যা আছে সব ডিলিট করে দে। তার ছেড়ে যাওয়ার ধাক্কা থেকে নিজের ভিতরে শক্তি সঞ্চয় কর। জীবনের লক্ষ্যটাকে ঠিক কর। দিন রাত অমানুষের মত পরিশ্রম কর। বন্ধুবান্ধব, পরিবারের সাথে মিলে মিশে, নতুন এক উচ্চতায় তোর জীবনকে নিয়ে যাওয়ার প্রেরণা, তার ছেড়ে যাওয়ার ভিতরেই পেতে পারিস। অবশ্যই পারিস। তার আসার আগেও পারছিলি। তার চলে যাওয়ার পরেও পারবি। তোর কোয়ালিটি, তোর সম্ভাবনা কে উপেক্ষা করে অন্য কারো কাছে যে চলে গেছে, পাঁচ বছর পরে তার চোখের সামনে চোখ রেখেই বলতে পারবি- your punch made me stronger and better. পারবি তো?


FB post